‘জলাতঙ্ক রোগ জানেন? কুকুরে কামড়ালে ১০ বছর পর ওই রোগ হয়।ওর সেটাই হয়েছে। কেন যে ডাক্তার দেখাচ্ছে না। অবশ্য জলাতঙ্ক রোগ হলে অনেক কষ্ট হয়।আলফাল বকে।’গরুর দুধে সোনা ইস্যুকে কেন্দ্র করে দিলীপকে কটাক্ষ অনুব্রতর।
সৌতিক চক্রবর্তী,বোলপুর,বীরভূমঃ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বর্ধমানে একটি গোষ্ঠ উৎসবে সামিল হয়েছিলেন। সেই উৎসবে সামিল হওয়ার পর মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি দেশি গরুর উপর ভরসা রাখতে বলেছিলেন। সাথে আরোও তিনি বলেছিলেন,“যে গরু হাম্বা,হাম্বা করে না,সে আসলে গরুই নয়।আমরা অন্যান্য দেশ থেকে গরু নিয়ে এসেছি। কিন্তু সেটা গরু নয়। এক ধরনের জানোয়ার। সেজন্য এ গো-মাতা নয়। এ হল আন্টি। আন্টির পুজো করলে দেশের কল্যাণ হবে না।”
তিনি গরু প্রসঙ্গে আরোও বলেন,“বিদেশি গরুর পিঠে কুঁজ থাকে না কিন্তু দেশি গরুর পিঠে কুঁজ থাকে। আর ওই কুঁজেই থাকে স্বর্ণনালি। রোদ পড়লে ওখানেই সোনা তৈরি হয়। তাই তো দেশি গরুর দুধ সোনালি হয়।”
বিজেপির রাজ্য সভাপতির বিস্ফোরক এই মন্তব্য করা মাত্রই সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে যায়। ঝাঁপিয়ে পড়ে নেটিজেনরাও।এইদিকে দিলীপ বাবুকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একের পর এক ব্যাঙ্গ মন্তব্যেও করতে দেখা যায় অনেকেই। কিন্তু এইদিকে এমন সুযোগ বীরভূম তৃনমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল’ই বা ছাড়বেন কেন? আজ অর্থাৎ শুক্রবার বোলপুরের তৃনমূলের দলীয় কার্যালয়ে বিজেপির শতাধিক কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দান করেন। এই অনুষ্ঠান শেষে দিলীপ ঘোষকে আক্রমণ করে কটাক্ষের সূরে অনুব্রতবাবু বলেন,“পাগলে কিনা বলে। জলাতঙ্ক রোগ জানেন? কুকুরে কামড়ালে ১০ বছর পর ওই রোগ হয়,ওর সেটাই হয়েছে। কেন যে ডাক্তার দেখাচ্ছে না। অবশ্য জলাতঙ্ক রোগ হলে অনেক কষ্ট হয়।আলফাল বকে। এখনো পর্যন্ত জলাতঙ্ক রোগের কোন ওষুধ বের হয় নাই। জলাতঙ্ক রোগের কোন ওষুধ বের করতে পারে নাই। কুকুরে কামড়ালে যে রোগ হয় সেই রোগ হয়েছে দিলীপ ঘোষের। সেজন্যই মাঝে মধ্যে বীরভূমে তারাপীঠ কঙ্কালীতলায় এসে বলে রোগ থেকে বাঁচাও।”
শুনুন অনুব্রত মণ্ডলের বক্তব্য।