বাংলা হান্ট ডেস্কঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পাশে বসে সস্ত্রীক দিলীপ ঘোষ (Dilip Ghosh)। হাসিমুখে বৈঠকের সেই ছবি ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। বুধবার থেকে এই নিয়ে বিতর্ক চলছে। এই আবহে সামনে আসছে বড় খবর! জানা যাচ্ছে, এবার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) আমন্ত্রণ জানিয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি।
‘দিঘা বিতর্কে’র আবহে মমতা-অভিষেককে কেন আমন্ত্রণ জানালেন দিলীপ (Dilip Ghosh)?
বুধবার দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়েছে। আগেই জানা যায়, ওই অনুষ্ঠানের জন্য সস্ত্রীক দিলীপকে আমন্ত্রণ জানিয়েছে রাজ্য। বাংলা হান্ট সেদিন সকালে খবর দেয়, সেই আমন্ত্রণ রক্ষা করবেন বিজেপি নেতা। বিকেল গড়াতেই সেই খবরে শিলমোহর পড়ে। সামনে আসে মমতা ও সস্ত্রীক দিলীপের ছবি।
এই নিয়ে এখন রাজ্য রাজনীতি তোলপাড়। মেদিনীপুরের প্রাক্তন সাংসদকে নিশানা করেছেন বঙ্গ বিজেপির (BJP) একাধিক হেভিওয়েট। পাল্টা দিয়েছেন দিলীপও। এই বিতর্কের আবহেই ‘বিবাহোত্তর সংবর্ধনা’ অনুষ্ঠানে মমতা-অভিষেককে আমন্ত্রণ জানালেন তিনি। আমন্ত্রিতদের তালিকায় রয়েছে রাজ্যের একাধিক মন্ত্রী ও হেভিওয়েট নেতা-নেত্রীর নাম। সূত্র মারফৎ এমনটাই জানা গিয়েছে।
আরও পড়ুনঃ সিঁদুর মুছে ভেঙে দেওয়া হল শাঁখা! শাহজাহান বাহিনীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ BJP সমর্থকের
কয়েকদিন আগেই সাত পাকে বাঁধা পড়েছেন দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদার (Rinku Majumder)। কাছের মানুষদের উপস্থিতিতে ঘরোয়া অনুষ্ঠানে চার হাত এক হয়েছে দু’জনের। বিয়ের দিন উপহার পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী, শুভেচ্ছা জানান অভিষেক। বিয়ের দিন একটা খাওয়াদাওয়া হলেও, জমকালো রিসেপশন হয়নি। সেই পর্বটিকেই নাম দেওয়া হয়েছে ‘বিবাহোত্তর সংবর্ধনা’। চলতি মে মাসে শহরের একটি পাঁচতারা হোটেলে সেই অনুষ্ঠানের আসর বসবে। সূত্র মারফৎ এমনই খবর পাওয়া গিয়েছে।
এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ যে মমতা-অভিষেক, তা নিয়ে কোনও সন্দেহ নেই। রাজ্যের আমন্ত্রণে সাড়া দিয়ে জগন্নাথ মন্দিরে উপস্থিত হয়ে সৌজন্য বজায় রেখেছেন দিলীপ। সেক্ষেত্রে মমতা-অভিষেকেরও পাল্টা সৌজন্য বজায় রাখা উচিত বলে মনে করছেন অনেকে।
এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক বিজেপি নেতা বলেন, ‘পৃথকভাবে দিলীপবাবু রিসেপশন করছেন। সেখানে মুখ্যমন্ত্রী ও তাঁর সাংসদ ভাইপোকে আমন্ত্রণ জানিয়েছেন। সেটা ঘটার পর ফের ঝড় উঠবে’।
সস্ত্রীক দিলীপ ঘোষের (Dilip Ghosh) মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেই তাঁর তৃণমূলে যোগ দেওয়ার জল্পনা জোরালো হয়েছে। দিলীপ নিজে অবশ্য বলেছেন, ‘আমার হাত কাটলে হিন্দু রক্ত বেরোবে, বিজেপির রক্ত বেরোবে। যতদিন বেঁচে আছি বিজেপি করব’। এই আবহে সামনে এল তাঁর ‘বিবাহোত্তর সংবর্ধনা’ পর্বে মমতা-অভিষেককে আমন্ত্রণ জানানোর খবর। মুখ্যমন্ত্রী ও ডায়মন্ড হারবারের সাংসদ সেই অনুষ্ঠানে হাজির হলে রাজ্য রাজনীতিতে ফের একদফায় ঝড় উঠবে তা বলাই বাহুল্য।