বাংলা হান্ট ডেস্ক : সামনেই লোকসভা নির্বাচন (Lok Sabha Election)। এবার সময় কোমর বেঁধে প্রস্তুতিতে নামার। আর তার আগেই বড় রদলবদল বিজেপির (Bharatiya Janata Party) শীর্ষ নেতৃত্বে। আর সর্বভারতীয় সহ সভাপতি নন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। পশ্চিমবঙ্গ (West Bengal) থেকে বিজেপির শীর্ষনেতৃত্বের তালিকায় রইলেন একমাত্র অনুপম হাজরা (Anupam Hazra)। ১৩ জন রাষ্ট্রীয় সচিবের তালিকায় ৭ নম্বরে নাম রয়েছে অনুপমের।
চব্বিশের লোকসভা নির্বাচনের আগে সাংগঠনিক নেতৃত্বে রদবদল ঘটাল বিজেপি। শনিবার সকালে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা নতুন কর্মসমিতির তালিকা প্রকাশ করেছেন। সেখানে সর্বভারতীয় সহ-সভাপতি পদে নাম নেই দিলীপ ঘোষের (Dilip Ghosh)। আর এখানেই প্রশ্ন উঠছে তবে কি মন্ত্রিসভায় ঠাঁই পেতে চলেছেন তিনি? নাকি আবারও রাজ্য নেতৃত্বে নতুন কোনও ভূমিকায় দেখা যাবে তাঁকে। তালিকা থেকে বাদ পড়তেই শুরু হয়েছে জল্পনা। তবে বিজেপি সূত্রে খবর, মন্ত্রিসভায় হয়তো জায়গা পেতে চলেছেন দিলীপ ঘোষ।
তবে কেন্দ্রীয় কমিটি থেকে বাদ পড়া প্রসঙ্গে এক সংবাদমাধ্যমে মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ জানান, বিজেপির শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে, যাঁরা লোকসভা নির্বাচনে অংশ নেবেন, তাঁদের কর্মসমিতিতে না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই কারণেই তাঁকে বাদ দেওয়া হয়েছে।
এদিকে, নয়া কমিটির তালিকায় বাংলার প্রতিনিধি হিসেবে একমাত্র থেকে গিয়েছেন অনুপম হাজরা। কেন্দ্রীয় সম্পাদক পদেই বহাল রইলেন তিনি।