বাংলা হান্ট ডেস্কঃ ঝাঁঝালো আক্রমণ করে বহুবার শিরোনামে উঠে এসেছে দিলীপ ঘোষ (Dilip Ghosh)। চাঁচাছোলা মন্তব্য করে বিরোধীদের তুলোধোনা করতে একেবারে সিদ্ধহস্ত তিনি। ভোটের পরেও সুর চড়াতে দেখা গিয়েছিল তাঁকে। দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন BJP নেতা। সেই দিলীপ ঘোষ মিডিয়ার সামনে একেবারে চুপ! আচমকা কী হল মেদিনীপুরের সদ্য প্রাক্তন সাংসদের?
রবিবার নির্বাচন পরবর্তী হিংসায় ঘরছাড়া কর্মীদের সঙ্গে দেখা করতে বর্ধমানের জেলা কার্যালয়ে হাজির হয়েছিলেন দিলীপ। দলের নেতাদের সঙ্গে আলোচনা করেন তিনি। জেলা BJP-র সভাপতি অভিজিৎ তা সহ সেখানে দলের একাধিক নেতা হাজির হয়েছিলেন। তবে এদিন সংবাদমাধ্যমের প্রশ্নে মূলত চুপই থাকতে দেখা গিয়েছে দিলীপকে।
কুণাল ঘোষের মন্তব্যের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলেও তেমন কিছু বলতে চাননি BJP-র এই হেভিওয়েট নেতা। এমনকি কর্মসূচি সংক্রান্ত প্রশ্নেও বিশেষ কিছু বলেননি দিলীপ। ঘরছাড়াদের সম্বন্ধে শুধু বলেন, দুর্গাপুর হয়ে সবাই যাব দেখা করতে। আর রাজ্য সংগঠনের ক্ষেত্রে নেতারা আছেন।
আরও পড়ুনঃ ২৬ তারিখ ঘুরবে ‘খেলা’? স্পিকার নির্বাচনে কাকে সাপোর্ট নীতিশ-চন্দ্রবাবুর? INDIA-র প্ল্যান চমকে দেবে!
এদিকে BJP-র পরবর্তী রাজ্য সভাপতি কে হবেন তা নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। সেই ভূমিকায় কি পুনরায় দেখা যাবে দিলীপকে? প্রশ্ন করা হলেও প্রায় নীরবই থেকেছেন তিনি। স্বাভাবিকভাবেই ‘সরব’ দিলীপকে এমন ‘নীরব’ দেখে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। কয়েকদিন আগে দিল্লি গিয়েছিলেন, সেখানে কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে কি কোনও বার্তা দেওয়া হয়েছে তাঁকে? সেই কারণেই মুখে কুলুপ? দেখা দিয়েছে এই প্রশ্ন।
চব্বিশের লোকসভা ভোট শেষেও চেনা অবতারে দেখা গিয়েছিল দিলীপকে। নানান ইস্যুতে সরব হয়েছিলেন তিনি। কেন্দ্র বদল থেকে শুরু করে পরাজয়ের কারণ নিয়ে কথা বলতে শোনা গিয়েছিল তাঁকে। তবে এবার দিল্লি থেকে ফিরেই একেবারে যেন বদলে গিয়েছেন তিনি। তেমন মন্তব্য করতে চাইছেন না। রাজধানী থেকে ফিরেই BJP নেতা বলেছিলেন, ‘আর কিছু বলব না’।
এমন সিদ্ধান্তের নেপথ্যে কী কারণ রয়েছে জিজ্ঞেস করায় দিলীপ বলেন, ‘আমি কোনও বাইট দেব না। আমার যা বলার জনগণকে বলব। সংবাদমাধ্যমককে আমি আর কিছু বলব না। যা বলার আছে সেটা আমি পাবলিককে বলব’।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা