দায় রাজ্য সরকারকে নিতে হবে,কঁচুয়া নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ,তুললেন হজ প্রসঙ্গ

বাংলা হান্ট ডেস্ক- ফের প্রশাসনের ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠল। গতকাল কঁচুয়া ধামে কয়েক লক্ষ পুণ্যার্থী লোকনাথ বাবার পূজা উপলক্ষে এখানে জল ঢালতে যায় প্রচুর থেকে মানুষ সেখানে উপস্থিত হয়।

গতকালই একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায় এবং এখনও পর্যন্ত ৬জন মারা গেছে এবং ১৬জন গুরুতর আহত হয়েছে। কি কারনে এত বড় দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে প্রশাষন৷

ইতিমধ্যে রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও লোকনাথ কমিটির সদস্যদের সাথে মিটিং হয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিক দাবি করেছে মন্দির কমিটি তারা উপযুক্ত ব্যবস্থা নেয়নি, ৬বার মিটিং এর পরেও কেন উপযুক্ত ব্যবস্থা নেওয়া হলো না, সেই নিয়ে প্রশ্ন উঠেছে।

images 30 1

গতকালই হাসপাতালে গিয়ে আহতদের সাথে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেন যারা মারা গেছে তাদের পরিবারকে ৫লক্ষ টাকা এবং যারা আহত হয়েছে তাদের ৫০হাজার এবং ১ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে কিন্তু বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন কেন বারবার হিন্দু ধর্মের উপর এইরকম অত্যাচার করা হবে।

images 30হজযাত্রীদের জন্য নিরাপত্তা ব্যবস্থা করা হয় সে নিরাপত্তা কেন প্রশাসন দিতে পারলো না সেই নিয়ে প্রশ্ন তুলেছেন কিন্তু দেখার বিষয় শেষ পর্যন্ত এর দায় কার মুখ্যমন্ত্রী দাবি করেছে কিছু মানুষ জোর করে সেখানে দোকান বসায় প্রশাষনের কথা শোনে না।

 

দিলীপ ঘোষের এই মন্তব্য পর ফের ধর্ম নিয়ে রাজনিতি তৈরি হয়েছে। তিনি আরো বলেন হর্জ নিরাপদ দেওয়া ভালো কথা কিন্তু হিন্দুদের এই ঘটনাকে কেন দেওয়া হল না তা নিয়েও প্রশ্ন উঠছে।

Udayan Biswas

সম্পর্কিত খবর