‘অত্যাচারে পাকিস্তান থেকে আলদা হয়েছিল পূর্ব পাকিস্তান’, উত্তরবঙ্গ নিয়ে বেফাঁস দিলীপ ঘোষ

বাংলাহান্ট ডেস্কঃ বিজেপির সাংসদ জন বার্লার পর, এবার বাংলা (west bengal) ভঙ্গের বিতর্কিত মন্তব্য শোনা গেল রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (dilip ghosh) গলায়। সম্প্রতি আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা দাবি জানিয়েছিলেন, উত্তরবঙ্গকে পৃথক রাজ্যের মর্যাদা দিতে হবে। আর তা নিয়েই শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে।

এখানেই থামেননি এই বিজেপি সাংসদ। তিনি আরও বলেছিলেন, তাঁর এই প্রস্তাব নিয়ে গিয়ে রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে। একদিকে যখন গোটা বাংলাকে এক করার লক্ষ্যে আদা জল খেয়ে পড়ে রয়েছে পদ্ম শিবির, তখন বিজেপি সাংসদের এই মন্তব্যে কিছুটা বিপাকে পড়ে গিয়েছে গেরুয়া শিবির।

dilip ghosh said about upcoming bengal cm

তবে জন বার্লার পাশে না দাঁড়ালেও, তাঁর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের এক বিস্ফোরক মন্তব্যে আবারও তোলপাড় শুরু হল বঙ্গ রাজনীতিতে। দিলীপ ঘোষ বলেন, ‘বহুদিন ধরেই বঞ্চিত রয়েছেন উত্তরবঙ্গের মানুষ। কাজের জন্য সেখানকার মানুষকে অসমে চলে যেতে হচ্ছে। এমনকি সেখানে এইএমসও করতে দেয়নি সরকার। কিন্তু বিজেপি কখনই বাংলাকে ভাগ করতে চায় না, একসঙ্গে ধরে রাখতে চায়। তবে পাকিস্তানের অত্যাচারের ফলে একটা সময় যেমন পূর্ব পাকিস্তানকে আলাদা হয়ে যেতে হয়েছিল, ঠিক সেভাবেই বর্তমান সরকার অপশাসন চালিয়ে যাচ্ছে। তবে বাংলাকে ভেঙে নয়, অবিভক্ত রেখেই পরিবর্তন করার পথে বিজেপি’।

উল্টদিকে রাজ্য সরকারের দিকে এরকম আক্রমণাত্মক তীর সহ্য করতে পারেননি অনেক গেরুয়া শিবিরের সদস্যরা। তাঁদের বক্তব্য, ‘নিজেদের ব্যর্থতা ঢাকতে এই অযোগ্য দল বাংলা ভাগের কথা বলছে। তবে মমতা ব্যানার্জি বেঁচে থাকতে এদের এই আশা কোনদিনও পূর্ণ হবে না’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর