বাংলাহান্ট ডেস্ক : খুব শীঘ্রই নির্বাচিত হবেন বিজেপির রাজ্য সভাপতি। আর তার আগেই আবারও চর্চায় উঠে এলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে চর্চা-বিতর্ক নতুন নয়। এর আগেও দলের মধ্যেই তাঁকে নিয়ে চাপানউতোরের গুঞ্জন শোনা গিয়েছে। আর এবার হঠাৎ করেই ছড়িয়ে পড়েছে দিলীপ ঘোষের (Dilip Ghosh) বিয়ের ভুয়ো খবর। সূত্রের খবর, রাজ্য সভাপতি নির্বাচনের দৌড়ে পছন্দসই মুখ হিসেবে তিনি এগিয়ে থাকায় দলেরই একাংশ নাকি তাঁর ভাবমূর্তি নষ্ট করতে এমন গুজব ছড়িয়েছে।
আচমকাই রটল দিলীপ ঘোষের (Dilip Ghosh) বিয়ের গুঞ্জন
আচমকাই দিলীপ ঘোষের (Dilip Ghosh) বিয়ে নিয়ে এহেন গুঞ্জনে তোলপাড় বঙ্গের রাজনীতি। সূত্রের খবর বলছে, রিঙ্কু মজুমদার নামে যে মহিলার নাম জড়ানো হয়েছে, তিনি নিউটাউনের বাসিন্দা। বিবাহবিচ্ছিন্না মহিলার এক ২৫ বছরের পুত্রও রয়েছে। কিন্তু এমন গুঞ্জন মাথাচাড়া দিতেই দাবি করা হয়েছে, দিলীপ ঘোষের (Dilip Ghosh) সঙ্গে আদৌ ওই মহিলার কোনো সম্পর্ক নেই এবং কস্মিনকালে ছিলও না। তবে কেন এই মিথ্যে রটনা?
ভাবমূর্তি নষ্ট করার চেষ্টার অভিযোগ: রাজনৈতিক মহলের একাংশ বলছে, সবটাই নাকি ‘দলীয় কোন্দল’। বিজেপির আসন্ন রাজ্য সভাপতি হিসেবে দিলীপ ঘোষ (Dilip Ghosh) অত্যন্ত সম্ভাবনাময় মুখ। দিল্লির নেতৃত্বও নাকি তাঁর দিকেই ঝুঁকে রয়েছেন বলে খবর সূত্রের। আর সেই কারণেই দলের অভ্যন্তরেই বিরোধী পক্ষ তাঁর ভাবমূর্তিকে কালিমালিপ্ত করার প্রয়াস চালাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।
আরো পড়ুন : বিচার বিভাগ থেকে পুলিশ সবেতেই ‘লাস্ট’, ভারতের সবথেকে পিছিয়ে থাকা রাজ্য বাংলা, বাকি কে কোথায়? দেখুন তালিকা
কী বলছে দলের একাংশ: উল্লেখ্য, ১৯৮৪ সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্য হন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। আজীবন ব্রহ্মচর্যই পালন করে এসেছেন তিনি। নিজের রাজনৈতিক জীবন উৎসর্গ করেছেন গেরুয়া শিবিরের জন্য। এহেন একজন মানুষের নামে বিয়ের মিথ্যে গুঞ্জন রটিয়ে তাঁর ভাবমূর্তি নষ্ট করে রাজ্য সভাপতির দৌড় থেকে সরিয়ে দেওয়াটাই মূল লক্ষ্য বলে মনে করা হচ্ছে। বিজেপির একাংশের দাবি, দিলীপ ঘোষের (Dilip Ghosh) বিয়ে এখনই তাঁরা সম্মতি জানাতে চাইছেন না। কারণ দিলীপ ঘোষ দলের অন্যতম সফল রাজ্য সভাপতি। উপরন্তু আন্দামানে থাকাকালীন সক্রিয় ভাবে আরএসএস এর প্রচারক হিসেবেও কাজ করেছেন তিনি। এমতাবস্থায় এখন এসে বিয়ে করলে তা তাঁর ভাবমূর্তিতে বড়সড় আঘাত হানবে বলেই মত বিজেপির একাংশের।
আরো পড়ুন : নোটবন্দি থেকে ইউপির বুলডোজার রাজ, একাধিক ঐতিহাসিক মামলায় যুক্ত, পরবর্তী প্রধান সুপ্রিম বিচারপতি হবেন ইনিই?
এদিকে সূত্র মারফত খবর, আগামী ১৮ তারিখই নাকি বিয়ের পিঁড়িতে বসার সম্ভাবনা রয়েছে দিলীপ ঘোষের (Dilip Ghosh)। যে মহিলার নাম জড়িয়েছে, শোনা যাচ্ছে, তিনিও যুক্ত বিজেপির সঙ্গে। তবে দলের একাংশ চাইছে, তিনি ফিরে আসুন সক্রিয় রাজনীতিতে। যদিও দিলীপ ঘোষের ঘনিষ্ঠ ব্যক্তিদের এ বিষয়ে প্রশ্ন করা হলে তাঁরা স্পষ্টতই সবটা ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন। দলের গুরুত্বপূর্ণ সদস্য তিনি, আগামীতে রাজ্য সভাপতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায় তাঁর বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে বলেই দাবি করেছেন দিলীপ ঘনিষ্ঠরা।