মুখ্যমন্ত্রীর ভুল চিকিৎসা? খেপে লাল দিলীপ! এবার স্বাস্থ্যমন্ত্রীকেই শো কজ করার দাবি সাংসদের

বাংলা হান্ট ডেস্কঃ সেপ্টেম্বরের শেষের দিকে বিদেশ সফর থেকে ফিরেই অসুস্থ হয়ে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই থেকে টানা বিশ্রামে ছিলেন মুখ্যমন্ত্রী। শহরের নামী সরকারি হাসপাতাল এসএসকেএম (SSKM) চিকিৎসা হয়েছে তৃণমূল সুপ্রিমোর। আর গতকাল খোদ নিজেই তার ভুল চিকিৎসার অভিযোগ তুলেছেন মমতা (Mamata Banerjee)। যা নিয়ে শোরগোল।

বুধবার নবান্নের সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘প্রায় ১০-১২ দিন মত আমার আইভি ইঞ্জেকশন চলেছে। কারণ ভুল ট্রিটমেন্টের জন্য আমার পায়ের ইনফেকশনটা সেপটিকের মতো হয়ে গিয়েছিল।’’ মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরই শোরগোল পড়ে যায় রাজ্যে।

ওদিকে মমতার ‘ভুল চিকিৎসা’ অভিযোগকে হাতিয়ার আসরে নেমেছে বিরোধীরা। এই ইস্যুতেই এবার মুখ্যমন্ত্রীকে বিঁধলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এই ইস্যুতে তিনি বলেন, ‘এই ঘটনার পর স্বাস্থ্যমন্ত্রীকে শো কজ করা উচিত। যেখানে সরকারি হাসপাতালে মুখ্যমন্ত্রীরই ভুল চিকিৎসা হয়, তাহলে সেখানে সাধারণ মানুষের কী হবে?’

dilip sad

দিলীপের প্রশ্ন, ‘এক মাস হয়ে গেল, এখনও কেন উনি হাঁটতে পারছেন না?’ প্রসঙ্গত, পঞ্চায়েত ভোট পূর্বে প্রচারের উত্তরবঙ্গে গিয়েছিলেন মমতা। সেখানে জলপাইগুড়ি থেকে উড়ানের পর দুর্যোগের কবলে মধ্যে পড়ে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার। জরুরি অবতরণের সময় নামতে গিয়ে কোমরে এবং পায়ে ভীষণ ভাবে চোট পান মুখ্যমন্ত্রী। বাঁ হাঁটুর লিগামেন্টে চোট পেয়েছিলেন তিনি৷

আরও পড়ুন: রেশন-দুর্নীতিতে এবার বিরাট কাণ্ড ঘটাতে চলেছে ED, তৈরী হচ্ছে ‘তাদের’ তালিকা, কারা পাবেন ডাক?

এরপর চিকিৎসকেরা মমতাকে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসার পরামর্শ দিলেও বাড়িতে থেকেই চিকিৎসা করাবেন বলে জানান তৃণমূল সুপ্রিমো। কথা মতো তাই হয়ে। বাড়ি থেকেই চলে ফিজিওথেরাপি। ছোটোখাটো একটা সার্জারিও হয়।

সম্প্রতি স্পেন সফরে (Spain) গিয়েও সেই বাঁ পায়েই চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় ১২ দিনের বিদেশ সফর ভালোমতো সেরে এসে এসএসকেএম হাসপাতালে যেতে হয় মমতাকে। সেখানেই চিকিৎসকেরা টানা ৩ ঘন্টা পরীক্ষা করে তাকে টানা বিশ্রামে থাকার পরামর্শ দেন।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর