শ্রেয়স বা গিলের থেকে অনেক ভালো! এই তারকার সঙ্গে অন্যায় করে চলেছেন রোহিত, বড় সিদ্ধান্ত নেবে BCCI?

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সকলেই জানে চলতে বিশ্বকাপে (2023 ODI World Cup) ভারতীয় দল (Indian Cricket Team) কতটা ভালো ছন্দে রয়েছে। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) সামনে থেকে দলকে নেতৃত্ব দিচ্ছেন। টুর্নামেন্টে টানা ছয়টা ম্যাচ জিতে পয়েন্টস টেবিলে শীর্ষস্থানে রয়েছে ভারতীয় দল। কাজটি একেবারেই সহজ ছিল না। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) তাদের পারফরম্যান্স দেখে আপাতত সন্তুষ্ট। কিন্তু এরমধ্যেও রোহিত শর্মার একটি সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হচ্ছে।

অনেকের মতেই এই মুহূর্তে ভারতীয় দল জিতে চলেছে বলে রোহিত শর্মার কোনও সিদ্ধান্তের সমালোচনা হচ্ছে না। কিন্তু রোহিত শর্মা একজন ক্রিকেটারের সঙ্গে বড় অন্যায় করছেন বলে অনেকের ধারণা। যোগ্য হওয়া সত্ত্বেও তাকে সুযোগ দেওয়া হচ্ছে না যথাযথভাবে। প্রতিবেদনের পরের অংশে ওই ক্রিকেটারকে নিয়ে আলোচনা করা হলো।

ishan kishan pak

চলতি বিশ্বকাপে দুটি ম্যাচ খেলেছেন ঈশান কিষাণ (Ishan Kishan)। দুটি ম্যাচেই ওপেন করেছিলেন তিনি। শুভমান গিল অসুস্থতা কাটিয়ে দলে ফিরে আসার পর থেকে তার জায়গা হয়েছে বেঞ্চে। গিল যে খুব সফল এই বিশ্বকাপে, এমনটা নয়। এছাড়া ঈশান এটাও প্রমাণ করেছেন যে তিনি মিডল অর্ডারেও একইরকম উপযোগী পারফরম্যান্স করতে পারেন। তাও শ্রেয়স আইয়ার ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়া সত্ত্বেও তাকে সুযোগ দেওয়া হচ্ছে না। রোহিত শর্মার এই সিদ্ধান্তটা অনেকেই মানতে পারছেন না।

আরও পড়ুন: মাঠে নামার আগেই ভেঙে গেল রোহিতের বিশ্বকাপ রেকর্ড! মন খারাপ হিটম্যানের?

মনে রাখার মত ব্যাটিং করেছেন শুধু পাকিস্তানের বিরুদ্ধে। অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের বিরুদ্ধে দল যখন বিপদে তখন নিজের উইকেট ছুঁড়ে দিয়ে এসেছেন তিনি। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে ওই হাফ সেঞ্চুরিটির জন্য তাকে এখনও দল থেকে বাদ দেওয়া হয়নি।

আরও পড়ুন: এখন কোহলি, রোহিতরাই ভরসা! সম্মানরক্ষার জন্য ভারতীয় দলকে সমর্থন বাংলাদেশ ভক্তদের

ঈশান কিষান এখনো অবধি টুর্নামেন্টের দুটি ম্যাচে মাঠে নামতে পেরেছিলেন শুভমান গিলের অনুপস্থিতির কারণে। এর মধ্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে ভারতের বাকিটা টপ অর্ডারের মতো তিনিও ব্যর্থ হয়েছিলেন। কিন্তু আফগানিস্তানের বিরুদ্ধে ৪৭ বলে ৪৭ রানের একটি ইনিংস খেলেছিলেন। বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে বাকি সকল ভারতীয় ব্যাটা যখন ধারাবাহিকভাবে ব্যর্থ তখন ঈশান তিনটি অর্ধশতরান করেছিলেন ওপেন করে। এশিয়া কাপে ভারতের হয়ে মিডল অর্ডারে ব্যাটিং করেও সফল হয়েছিলেন তিনি। সকলেই চাইছেন আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে তাকে সুযোগ দেওয়া হোক।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর