‘উনি তো মিথ্যে কথাই বলেন… ওনার কথায় গুরুত্ব দিই না’! মমতাকে নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ

বাংলা হান্ট ডেস্কঃ বৃহস্পতিবার অক্সফোর্ডের (Oxford University) কেলগ কলেজে বক্তৃতা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর ভাষণ শোনার জন্য মুখিয়ে ছিলেন অসংখ্য মানুষ। ভারতীয় সময় রাত ১০:৩০ নাগাদ শুরু হয় সেই অনুষ্ঠান। সবকিছু বেশ সুন্দর চলছিল, আচমকা বিশৃঙ্খলা তৈরি হয়। সিঙ্গুর থেকে টাটা বিদায়, আরজি কর কাণ্ড (RG Kar Case) নিয়ে প্রশ্নের মুখে পড়েন মুখ্যমন্ত্রী। এবার এই নিয়ে মুখ খুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

‘ওনার কথায় গুরুত্ব দিই না’: দিলীপ ঘোষ (Dilip Ghosh)

শুক্রবার এই নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন বিজেপি নেতা। তিনি বলেন, ‘উনি তো মিথ্যে কথাই বলেন। আমরা মেনে নিই। কী করব? আমাদের অভ্যাস হয়ে গিয়েছে। ওনার কথায় গুরুত্ব দিই না। কিন্তু বিদেশে গিয়ে উল্টো পাল্টা বললে লোকে তো হাসাহাসি করবে’।

দিলীপ ঘোষ দাবি করেন, পশ্চিমবঙ্গকে নিয়ে লোক হাসাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আমার পরামর্শ, গিয়েছেন, ভালোয় ভালোয় ফিরে আসুন। গিয়েছিলেন শান্তি পেতে। পার্টির মধ্যে এত ঝগড়া। এখানেও তো অশান্তি। ওনার পিছনে অশান্তি তাড়া করছে। ছাব্বিশ অবধি চলবে। তবে আমার পরামর্শ ওঠার সময় বিমানে দেখে উঠবেন। কলকাতার জায়গায় সিঙ্গাপুরে না চলে যান’।

আরও পড়ুনঃ ‘তৃণমূল তরমুজ পার্টি হলে চলবে না’! ফের বিস্ফোরক কাজল শেখ! নিশানায় অনুব্রত?

উল্লেখ্য, লন্ডন সফরে একগুচ্ছ কর্মসূচি ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার মধ্যে অন্যতম ছিল অক্সফোর্ডের কেলগ কলেজে (Kellogg College) ভাষণ। সেখানে বক্তৃতা দেওয়ার সময় দর্শকদের একাংশের প্রশ্নের মুখে পড়েন তিনি। মমতাকে উদ্দেশ্য করে বিক্ষোভ দেখান দর্শকদের একাংশ। প্ল্যাকার্ড হাতে মুখ্যমন্ত্রীর উদ্দেশে একের পর এক প্রশ্ন ছুঁড়তে থাকেন তাঁরা।

Dilip Ghosh

এবার এই নিয়েই মুখ খুললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাবেক সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। দাবি করলেন, বিদেশে গিয়ে উল্টো পাল্টা বললে লোকে তো হাসাহাসি করবে। পশ্চিমবঙ্গকে নিয়ে লোক হাসাচ্ছেন মুখ্যমন্ত্রী, দাবি করেন পদ্ম নেতা।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর

X