কাউকে ছাড়বো না, বদল আনবো, বদলাও নেব! হুঙ্কার দিলেন দিলীপ ঘোষ! দেখুন ভিডিও

বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূলের (All India Trinamool Congress) বিরুদ্ধে ফের সরব হলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। শ্যামাপ্রসাদ মুখার্জীর স্মরণ সভায় যোগ দিয়ে আজ তৃণমূলকে বাংলা থেকে উৎখাত করার ডাক দিলেন। আজ উদ্বাস্তু প্রসঙ্গ টেনে এনে বলেন, বাংলার সরকার ওঁদের আজীবন উদ্বাস্তু বানিয়ে রেখেছিল, কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার এসে তাদের নাগরিকতা দিয়েছে।

উনি বলেন, বর্তমান এবং প্রাক্তন রাজ্য সরকার বাংলাদেশ থেকে আসা মানুষদের নিয়ে ভোটার বানিয়ে ভোটে জিতেছে। রাজ্য সরকারের উদাসীনতার কারণে আজ ভারত বাংলাদেশ বর্ডারের ১০০০ কিমি সীমান্ত অসুরক্ষিত। উনি বলেন, রাজ্য সরকার কেন্দ্রকে সীমান্তে কাঁটাতার লাগাতে দিচ্ছে না।

উনি রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগে বলেন, রাজ্যে কাজ নেই বেকাররা রাজ্যের বাইরে চলে যাচ্ছেন কাজের জন্য। আমাদের সুযোগ দিন আমরা এই বাংলাকে সোনার বাংলা করব। উনি তৃণমূলকে আক্রমণ করে বলেন,তৃণমূল আমাদের কর্মী, সমর্থকদের খুন করছে সেটার প্রতিবাদ করলে আমাদের জেলে পুরছে। আমরা এর বদলা নেব। প্রয়োজনে প্রতিশোধ নাও। এটাই শ্যামাপ্রসাদ মুখার্জী শিখিয়েছেন। এবার মারের বদলা মার হবে।

Koushik Dutta

সম্পর্কিত খবর