বাংলা হান্ট ডেস্কঃ আগামী ৬ এপ্রিল রামনবমী। এবছর রামনবমীকে (Ram Navami) কেন্দ্র করে গেরুয়া শিবিরের উন্মাদনা যেন কয়েক গুণ বেশি। বিশেষজ্ঞদের মতে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে,রামনবমী বড় টার্গেট হতে চলেছে বিজেপির (BJP)। ইতিমধ্যেই রামনবমী উপলক্ষে রাস্তায় ‘এক কোটি’ হিন্দু নামানোর হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। প্রায় একই সুর বাংলার প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) গলাতেও। বিগত কয়েকদিন ধরে একের পর এক বিতর্কিত মন্তব্য করে লাইমলাইটে উঠে এসেছেন এই বিজেপি নেতা। এবার রামনবমীর আগে কড়া হুঁশিয়ারি দিয়ে সবাইকে আরও একবার চমকে দিলেন দিলীপ।
রামনবমীর আগে বিরাট হুঁশিয়ারি দিলীপের (Dilip Ghosh)
বিগত কয়েকদিন ধরে জনসংযোগ বাড়িয়ে তুলতে জায়গায় জায়গার হাজির হচ্ছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বৃহস্পতিবার সকালে মর্নিং ওয়াকের পর ইকো পার্কে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এই দাপুটে বিজেপি নেতা। রাজ্য জুড়ে যখন রামনবমীকে কেন্দ্র করে অশান্তির পারদ তুঙ্গে তখনই কার্যত খোলা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলীপ ঘোষ বললেন, রাজ্যের রামনবমী পালন করতে যে বাধা দেবে তাকে ছুঁড়ে ফেলা হবে। এমনকি পুলিশের বিধি নিষেধের তোয়াক্কা না করে দিলীপ ঘোষের স্পষ্ট বার্তা, হিন্দুরা কি করবে, না করবে তা বলার অধিকার পুলিশের নেই।
রামনবমী প্রসঙ্গে দিলীপ ঘোষ এদিন সাফ জানিয়েছেন,’সমস্ত হিন্দুর রামনবমী পালন করার অধিকার রয়েছে। হিন্দুদের বলব, আপনারা পুলিশকে জানিয়ে রামনবমী পালন করুন। পুলিশ বাধা দিলে সারা দিন থানা ঘেরাও করে রাখুন। হিন্দুরা কী করবে না,করবে তা বলার অধিকার পুলিশের নেই। হিন্দুদের উৎসব যাতে শান্তিপূর্ণভাবে হয়, সরকার ও পুলিশের দায়িত্ব সেটা দেখা।’
আরও পড়ুন: ‘হিন্দুরা বাঁচতে চাইলে বিভেদ ভুলে এক হও!’ রামনবমীর আগে রণডঙ্কা বাজিয়ে দিলেন শুভেন্দু
খড়গপুরের ট্র্যাডিশনের কথা মনে করিয়ে এবং ছুঁড়ে ফেলার হুঁশিয়ারি দিয়ে দিলীপবাবু এরপর বললেন,‘ খড়গপুরের ট্র্যাডিশন আছে, আখড়া বেরোবে। সেখানে অস্ত্র থাকবে। আমরা অস্ত্র নিয়ে বেরবো। আমাদের ওখানকার ট্রাডিশন এটা। ব্রিটিশরা বন্ধ করতে পারেনি, পাঠানরা বন্ধ করতে পারেনি, যদি এরা বন্ধ করতে চান এদেরকে ছুঁড়ে ফেলা হবে।’
রামনবমী উপলক্ষ্যে এবছরে দলে-দলে রাস্তায় নামবেন হিন্দুরা। এমনই বার্তা দিয়ে বলা হচ্ছে, রাজ্যজুড়ে জেলায় জেলায় অস্ত্রমিছিল করবে একাধিক হিন্দু সংগঠন। এই মুহূর্তে জোরকদমে চলছে তারই প্রস্তুতি। বিজেপির দাবি, রামনবমীতে বিভিন্ন জায়গায় বিধিনিষেধ জারি করেছে পুলিশ। এসবের মধ্যেই রামনবমীকে কেন্দ্র করে বিরাট অশান্তির আশঙ্কা করা হচ্ছে। যদিও অশান্তি রুখতে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। এসবের মধ্যেই রাজ্যের পুলিশকে খোলা চ্যালেঞ্জ ছুঁড়ে ফের একবার শোরগোল ফেলে দিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।