BANGLAHUNT EXCLUSIVE: বাংলা হান্টের খবরেই সিলমোহর, আগামীকালই বিয়ে দিলীপ ঘোষের! কোথায় হবে অনুষ্ঠান?

Published On:

বাংলাহান্ট ডেস্ক : বিয়ে করতে চলেছেন প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এ খবর বাংলা হান্টই জানিয়েছিল প্রথম। এবার কার্যত এই খবরেই শিলমোহর দিয়ে মুখ খুললেন গেরুয়া শিবিরের প্রাক্তন রাজ্য সভাপতি। দলের তরফে রাজ্য সভাপতির নির্বাচনের ঠিক আগেই এসেছে এই খবর। জোর গুঞ্জন, সাত পাকে বাঁধা পড়তে চলেছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। কবে হচ্ছে বিয়ে, পাত্রীই বা কে? বুধবার বাংলা হান্ট প্রথমবার খবরটি জানানোর পর এ বিষয়ে সরাসরি প্রশ্নও করা হয়েছিল দিলীপ ঘোষকে। আমাদের প্রতিনিধি রিয়া গিরি তাঁকে প্রশ্ন করায় তিনি জবাব দেন, কেন বিয়ে কি করতে পারি না? এও শোনা যাচ্ছে, মায়ের ইচ্ছাতেই নাকি বিয়ে করছেন তিনি।

কবে বিয়ে করছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)?

সূত্রের খবর বলছে, বিয়ের দিনের আর দেরি নেই। জানা যাচ্ছে, শুভ দিনটি নাকি আগামীকাল, ১৮ ই এপ্রিল। এদিন গোধূলি লগ্নে নিউটাউনে তাঁর বাসভবন ‘আইডিয়াল ভিলা’তেই বসবে বিয়ের আসর। শোনা যাচ্ছে, সেখানে উপস্থিত থাকবেন মাত্র ১৫-২০ জন। নিজের পরিবারের সদস্যদের নিয়েই নাকি অনুষ্ঠানটি সারতে চান দিলীপ ঘোষ (Dilip Ghosh)। থাকছেন তাঁর কোনো ঘনিষ্ঠ ব্যক্তি, এমনকি দলের কোনো উচ্চ পদস্থ কর্মকর্তাদেরও আমন্ত্রণ থাকছে না।

Dilip Ghosh opened up about marriage to banglahunt exclusively

কে কে থাকছেন অনুষ্ঠানে: নিজের জন্মস্থান মেদিনীপুরের কিছু ঘনিষ্ঠ মানুষদেরও নাকি আমন্ত্রণ জানিয়েছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। পাশাপাশি কনেরও বাড়ির তরফে কয়েকজনের উপস্থিত থাকার খবর শোনা গিয়েছে। যদিও সংবাদ মাধ্যমের প্রবেশ নিষিদ্ধ থাকছে দিলীপ ঘোষের (Dilip Ghosh) বিয়ের অনুষ্ঠানে। হাতে আর একেবারেই সময় নেই। জানা গিয়েছে, বিয়ের প্রস্তুতি, কেনাকাটা ইতিমধ্যেই সারা হয়ে গিয়েছে। তবে থাকছে না কোনো আড়ম্বর। আসলে ছাব্বিশেই বিধানসভা ভোট রাজ্যে। তাই সেকথা মাথায় রেখেই বিয়েতে কোনো আড়ম্বর হচ্ছে না বলেই খবর সূত্রের।

আরো পড়ুন : শ্রমিক দিবসেই ‘মেগা মিটিং’! জটিলতা সরিয়ে কাটবে পরিচালক-ফেডারেশন দ্বন্দ্ব?

প্রথম বার মুখ খুললেন দিলীপ: ভরা বৈশাখে গেরুয়া শিবিরে যে হঠাৎ করেই বিয়ের বাজনা বাজতে চলেছে, সে খবর বুধবার এক্সক্লুসিভলি জানায় বাংলা হান্ট। বৃহস্পতিবার সকালে দিলীপ ঘোষ (Dilip Ghosh) প্রাতঃভ্রমণে বেরিয়ে মুখোমুখি হন বাংলা হান্টের প্রতিনিধির। বিয়ের বিষয়ে প্রশ্ন করা হলেই তাঁর সটান জবাব, “আমি কি বিয়ে করতে পারি না? অপরাধ নাকি বিয়ে করা?” যদিও হ্যাঁ বা না কিছু বলেননি তিনি। তবে শোনা যাচ্ছে, মায়ের ইচ্ছাতেই নাকি বিয়ের পিঁড়িতে বসছেন দিলীপ ঘোষ। মা একা একা থাকেন। তাই তাঁর ইচ্ছাকে গুরুত্ব দিয়েই নাকি বিয়ের সিদ্ধান্ত দিলীপের।

আরো পড়ুন : বাড়িতে এসে শাসিয়ে গিয়েছে পুলিশ! চাকরিহারাদের নিয়ে গান বেঁধে ঘরছাড়া শিল্পী

প্রসঙ্গত, বুধবারই বাংলা হান্ট প্রথম জানিয়েছিল, দিলীপ ঘোষ (Dilip Ghosh) নাকি বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন। সূত্রের খবর বলছে, রিঙ্কু মজুমদার নামে যে মহিলার নাম জড়ানো হয়েছে, তিনি নিউটাউনের বাসিন্দা। বিবাহবিচ্ছিন্না মহিলার এক ২৫ বছরের পুত্রও রয়েছে। শোনা যাচ্ছে, তিনিও যুক্ত বিজেপির সঙ্গে। তবে দলের একাংশ চাইছে, তিনি ফিরে আসুন সক্রিয় রাজনীতিতে। যদিও দিলীপ ঘোষের (Dilip Ghosh) ঘনিষ্ঠ ব্যক্তিদের দাবি, সবটাই নাকি ‘গুজব’। আগামীতে তাঁর রাজ্য সভাপতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায় তাঁর বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। এর মাঝেই দিলীপ ঘোষের মন্তব্য জল্পনা যে আরও উসকে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X