হাওড়ায় যোগদান মেলা হবেই, কেন্দ্র থেকে আসবেন বড় মাপের নেতা! বললেন দিলীপ ঘোষ

বাংলা হান্ট ডেস্কঃ একেবারে শেষ সময়ে বাতিল হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের বাংলা সফর। দিল্লীতে ইসরায়েলের দূতাবাসের সামনে বিস্ফোরণ হওয়ার পর সুরক্ষার কারণে বাধ্যতামূলক অমিত শাহের সফর বাতিল হয়েছ। আর ওনার বঙ্গ সফর বাতিল হওয়ার পর প্রশ্ন উঠেছে যে, তাহলে কি হাওড়ায় বিজেপির যেই যোগদান মেলা ছিল, সেটা আর হবে না? এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, রবিবার হাওড়ার ডুমুরজলার অনুষ্ঠান হবেই, আর যোগদান মেলাও হবে। অমিত শাহ আসতে পারছেন না ঠিকই, ওনার পরিবর্তে অন্য কোনও কেন্দ্রীয় নেতা আসবেন। আজই তা দিল্লী থেকে জানিয়ে দেওয়া হবে।

গতকাল রাতেই কলকাতা বিমানবন্দরে নামার কথা ছিল অমিত শাহের। সেখান থেকে তিনি নিউটাউনের হোটেলে যেতেন আর সেখানেই তিনি রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের সাথে মিটিং করতেন। কিন্তু ইসরায়ালের দূতাবাসের সামনে বিস্ফোরণ হওয়ার পর ওনার বঙ্গ সফর বাতিল হয়। অমিত শাহের সফর বাতিলের কারণে রাজ্যের বিজেপির নেতা-কর্মীদের মধ্যে হতাশা দেখা যায়।

আর সবার মন চাঙ্গা করতেই রাজ্য বিজেপি জানিয়েছে যে, অমিত শাহ না আসলেও রাজ্যে কোনও বড় মাপের কেন্দ্রীয় নেতা আসবেন। আসতে পারেন যোগী আদিত্যনাথও। এছাড়াও নাম উঠছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের।

রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ জানান, অমিত শাহ এখন আসছেন না ঠিকই কিন্তু উনি কদিন পর আসবেন। আর তখন তিনি মতুয়াদের সঙ্গে দেখা করবেন। আর রবিবার হাওড়ায় বিজেপির যোগদান মেলা হবেই। অমিত শাহ না আসলে আসবেন অন্য কোনও কেন্দ্রীয় নেতা। শনিবার দিল্লী থেকে জানিয়ে দেওয়া হবে যে কে আসছেন।

বিজেপির সুত্র অনুযায়ী, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে অমিত শাহ বঙ্গ সফরে আসতে পারেন। বাংলায় এসে তিনি বনগাঁয় গিয়ে মতুয়াদের সঙ্গে দেখা করবেন এবং সেখানে একটি সভাও করবেন। এরপর তিনি বিজেপির পূর্ব নির্ধারিত রথ যাত্রাতেও যোগ দেবেন বলে জানা যায়।


Koushik Dutta

সম্পর্কিত খবর