২২০টি আসনে বিজেপির জেতার জন্য পুজো দিয়েছেন অনুব্রতঃ দিলীপ ঘোষ

বাংলা হান্ট ডেস্কঃ তারাপীঠে তারা মায়ের কাছে পুজো দিয়ে তৃণমূলের জন্য ২২০ টি থেকে ২৩০ টি আসন চেয়েছিলেন বীরভুমের তৃণমূল (All India Trinamool Congress) সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। এবার ওনাকে একহাতে নিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি বলেন, ‘আমি জানিনা ২২০ টা বিজেপিরা জন্য বলেছেন, না তৃণমূলের জন্য। বিজেপির জন্যও বলতে পারেন, কারণ যেভাবে সবাই আসছে মনে হচ্ছে ওরাই হেরে যাবে।”

এরপর ওনাকে যখন প্রশ্ন করা হয় যে, অনুব্রত মণ্ডলকে দলে নেবেন? তখন তিনি বলেন, ‘কাকে নেব, না নেব সেটা তো আর আমি একা দলে ঠিক করতে পারিনা, তিনি আমাকে ওনার দলে আহ্বান করেছেন, ওই দলটা থাকলে তো আহ্বান করবেন। জানিনা উনি কোথায় যাবেন, কি করবেন? সেটা আগামী দিনে দেখা যাবে। আসতে চাইলে দল ভাববে, এত লোককে দল জায়গা দিয়েছে ওনাকেও দলে জায়গা তো দিতেই পারে।”

বলে রাখি, আসন্ন বিধানসভার নির্বাচনের আগে রাজ্যে রাজনৈতিক পারদ চড়ছে। তৃণমূল যেমন ক্ষমতা ধরে রাখার জন্য মরিয়া। তেমনই প্রথম রাজ্যে ক্ষমতায় আসার জন্য ঝাঁপিয়ে পড়েছে গেরুয়া শিবির। তবে এবার যে তৃণমূলের পথ সুগম হবে না, সেটা বর্তমানে রাজ্যের পরিস্থিতি দেখে বোঝাই যাচ্ছে। কারণ গতকাল শুভেন্দু অধিকারীর দলত্যাগের পর রাজ্য জুড়ে একের পর এক তৃণমূল নেতারা দল ছেড়ে বেরিয়ে আসছেন।

শুধু নেতারাই নন, দলের সাংসদ ও বিধায়কেরাও দল ছাড়ার জন্য উঠেপড়ে লেগেছে। আর নির্বাচনের আগে তৃণমূলে এহেন ভাঙন দলের চিন্তা দিনদিন বাড়িয়েই চলেছে।


Koushik Dutta

সম্পর্কিত খবর