তন্ময় ঘোষের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার আসল কারণ জানালেন দিলীপ ঘোষ

বাংলা হান্ট ডেস্কঃ সোমবার বিজেপিতে (Bharatiya Janata Party) বড়সড় ভাঙন দেখা যায়। এদিন বাঁকুড়ারা বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক তন্ময় ঘোষ (Tanmay Ghosh) রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। তন্ময়বাবুর বিজেপি ত্যাগের পর বাংলায় যে বিজেপি বড়সড় ঝটকা খেল, তা বলার আর অপেক্ষা রাখে না।

আর এবার তন্ময় ঘোষের বিজেপি ত্যাগ নিয়ে বিস্ফোরক দাবি করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। দিলীপ ঘোষ বলেন, তৃণমূলে চাপে পড়েই তন্ময় ঘোষ বিজেপি ছেড়ে শাসক দলে নাম লিখিয়েছে।

দিলীপবাবু বলেন, দীর্ঘদিন ধরেই তন্ময়কে ভয় দেখানো হচ্ছিল। আর এর কারণেই তন্ময় বহুদিন ধরে দলের কোনও অনুষ্ঠানেও যোগ দিচ্ছিল না। রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর ওকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছিল। আর এই কারণেই তন্ময় বিজেপি ছেড়ে তৃণমূলে গিয়ে যোগ দেয়।

এদিন জন্মাষ্টমী পালন নিয়েও তৃণমূলকে কটাক্ষ করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, তৃণমূল হল হঠাৎ যোগী আমরা ওঁদের মতো হঠাৎ যোগী নই। আমরা নিজের ধর্ম যেমন পালন করি, তেমনই অন্যের ধর্মকেও সম্মান করি।


Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর