বাংলা হান্ট ডেস্কঃ ইদের রাতে উৎসবের আনন্দ ফিকে হয়েছে নিমেষের মধ্যে। পাথরপ্রতিমার বাজি কারখানায় বোমা বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যেই রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলে সরব হয়েছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনায় এনআইএ (NIA ) তদন্তের দাবী জানিয়েছেন তিনি। এবার পাথরপ্রতিমা কান্ডে একই দাবিতে সরব হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
পাথরপ্রতিমা বিস্ফোরণের প্রতিক্রিয়ায় বড় মন্তব্য দিলীপের (Dilip Ghosh)
এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে,গতকাল পাথরপ্রতিমার ভয়াবহ বিস্ফোরণকাণ্ডে (Patharpratima Blast) মৃত্যু হয়েছে মোট ৮ জনের। বাজি কারখানার দুই মালিকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনার পর্যাপ্ত তদন্ত চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। মোথাবাড়ি কাণ্ডের পর এবার পাথরপ্রতিমার এই বিস্ফোরণকে কেন্দ্র করে আসরে নেমেছে বিজেপি।
সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীর পর এই ঘটনায় আজ এই ঘটনায় রাজ্য সরকারকেই কাঠগড়ায় তুলেছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনিও এদিন এই ঘটনায় এনআইএ তদন্তের দাবি করেছেন। দিলীপ ঘোষের কথায়, ‘আমরা দাবি করছি এনআইএ হোক। কারণ এই সরকার চায় না।’
আরও পড়ুন: অত্যাচারিত হিন্দুরা! মোথাবাড়ি যাওয়ার আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু
স্ববসিদ্ধভঙ্গিতে রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি (Dilip Ghosh) এদিন আরও দাবি করলেন,’ওরা চায় এই ধরনের ঘটনা ঘটুক। মানুষের মনে আতঙ্ক তৈরি হোক। ভোটের আগে এরকম ভয়ের পরিবেশ তৈরি হোক। ভোটারদের প্রভাবিত করে। কেউ যেন আতঙ্কে বাড়ি থেকে না বের হয়।’ একইসাথে তাঁর আরও সংযোজন, ‘রাজ্যে শান্তিতে থাকার দিন শেষ হয়ে গিয়েছে। আমরা কেন্দ্রীয় এজেন্সির হস্তক্ষেপ চাইছি।’
সবশেষে তিনি প্রশ্ন তুলেছেন, পাথরপ্রতিমার প্রত্যন্ত এলাকা। তাহলে সেখানে কেন এই ধরনের কারখানা রয়েছে? দিলীপ ঘোষের প্রশ্ন, ‘বজবজ বা অন্যন্য এলাকায় তো বাজি ঘরে ঘরে তৈরি হয়। সেখানে এরকম ঘটনা কম ঘটে। কিন্তু এইসব প্রত্যন্ত এলাকায় এরকম ঘটনা ঘটে কেন?’