বাংলা হান্ট ডেস্ক : এর আগে গরু নিয়ে উত্তর প্রদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও বিজেপি নেতা নেত্রীরা একাধিবার বিভিন্ন মন্তব্য করেছিলেন৷ এ বার সরাসরি দুগ্ধ ব্যবসায়ীদের এক সভায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ গরুকে ভাগ করে ফেললেন৷ গরুর দেশি বিদেশি ভাগ করে সোমবার বর্ধমানে দুগ্ধ ব্যবসায়ীদের এক সভায় তিনি দাবি করেন দেশি গরুর খুঁজে তৈরি হয় সোনা৷ তবে বিজেপি রাজ্য সভাপতির এই মন্তব্যের পর কার্যত এনআরসি নিয়ে প্রশ্ন উঠছে৷
আসলে তিনি কী বোঝাতে চাইলেন? তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে৷ সোমবারের অনুষ্ঠান মঞ্চ থেকে দেশ জুড়ে কী ভাবে ব্যবসায়ীরা গরুদের সেবা করেন তাঁর প্রশংসা তুলে ধরে, গরুর পণ্যের উপকারিতা তুলে ধরেন পাশাপাশি গোবর থেকে তৈরি প্রাকৃতিক সার ব্যবহার উপকারিতার প্রসঙ্গ টেনে আনেন তিনি৷
এর পর গোটা রাজ্যবাসীর উদ্দেশে দেশি গরু পোষার প্রতিশ্রুতি দেন৷ কারণ হিসেবে তিনি বলেন তারা খড়কুটো খেয়ে দুধ দেবে এবং অসুখ বিসুখ হয় না, একই সঙ্গে তিনি আরও বলেন গরুর খুঁজে নাকি স্বর্ণ নালি থাকে যাতে আলো পড়লেই সোনা উত্পাদন হয়৷ তবে শুধুমাত্র গরুর প্রতিপালনে প্রশংসায় নয় গোমাংস ভক্ষণ কারীদের উদ্দেশ্যে কটাক্ষ করেন দিলীপ ঘোষ৷
এ দিন তিনি গো ভক্ষণকারী সমাজ বিরোধী বলেও কটাক্ষ করেন পাশাপাশি যাঁরা গরুর মাংস খান তাঁদের কুকুরের মাংস খাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি৷ এমনকি ভারতের মতো পবিত্র ভূমিতে দাঁড়িয়ে গো হত্যা করা মহাপাপ এমনটাও বলেন দিলীপ ঘোষ৷