নির্বাচন শেষ হতেই বাংলার ভাবি মুখ্যমন্ত্রীর প্রসঙ্গে বিস্ফোরক দাবি করলেন দিলীপ ঘোষ

বাংলাহান্ট ডেস্কঃ আপাতত ভোট পর্ব মিটেছে বাংলায়। এবার ফল বেরোনর অপেক্ষা। বর্তমানে বিভিন্ন সংবাদমাধ্যমে দেখানো হচ্ছে বুথ ফেরত সমীক্ষা। এরই মাঝে বাংলার ভাবি মুখ্যমন্ত্রীর প্রসঙ্গে বিস্ফোরক দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (dilip ghosh)।

বাংলায় গদি দখলের লড়াই শেষ। এবার ফল বেরোনোর অপেক্ষায় সমগ্র বঙ্গবাসী। ইতিমধ্যেই বিভিন্ন বুথ ফেরত সমীক্ষা নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। তবে এরই মধ্যে দিলীপ ঘোষ মন্তব্য করেন, ‘বিজেপিই বাংলায় ক্ষমতায় আসছে। এখন থেকেই সমস্ত ফাইল গায়েব করে দেওয়া হবে, এমনকি আগুনও লাগিয়ে দেওয়া হতে পারে’।

861525 dilip ghosh dnaindia 1610703256995 1610703260918 1618287321056

রাজ্যের দায়ভার নেওয়ার পাশাপাশি করোনার বিরুদ্ধে কোমর বেঁধে লেগে পড়বে বিজেপি শিবির। জয়লাভের পর করোনার বিরুদ্ধে লড়াই জারি রাখবে বিজেপি- এমনটাও দাবি করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার কারণ হচ্ছে রাজ্য সরকারের আন্তরিকতা। পাশাপাশি তিনি দাবি করে, রাজনৈতিক তিক্ততা করতে বিজেপিকে ক্ষমতায় আসতেই হবে।

বিভিন্ন সংবাদমাধ্যমে দেখানো হচ্ছে বুথ ফেরত সমীক্ষা। মোটের উপর দেখতে গেলে, বুথ ফেরত সমীক্ষার ফলাফল বলছে- বাংলায় হ্যাট্রিক করতে চলেছে তৃণমূল শিবির। কিন্তু ভোট গণনার আগে এই ফলাফল কিছুতেই মানতে চাইছেন না দিলীপ ঘোষ। তাঁর দাবি, বাংলায় এবার বিজেপির মুখ্যমন্ত্রীই আসতে চলেছেন। তবে কে মুখ্যমন্ত্রী হবেন, সে বিষয়ে কিছুই বলেননি তিনি।

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পেছনে নির্বাচনকে দায়ী করেছে একাংশ। সেবিষয়ে তিনি বলেন, নিজেদের ব্যার্থতা ঢাকতেই তাঁরা এসব বলছেন। এসব নিয়ে বেশি চিন্তা করার দরকার নেই। নির্বাচনের কারণে করোনা সংক্রমণ বৃদ্ধির অভিযোগের বিরুদ্ধে তিনি বলেন, জঙ্গলমহলে একাধিক সভা হওয়ার পরও সেখানে করোনা সংক্রমণ অনেক কম।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর