বাংলা হান্ট ডেস্কঃ অমিত শাহের ভার্চুয়াল জনসভায় বাংলা থেকে এক কোটি মানুষের জমায়েত হবে বলে দাবি দিলীপ ঘোষের।
করোনা ভাইরাসের সংক্রমণে যখন সারা পৃথিবীর সমস্ত রাজনৈতিক দলের কর্মসূচি প্রায় স্তব্ধ, ঠিক সেই সময়ে সদস্যসংখ্যার নিরিখে, পৃথিবীর বৃহত্তর রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি তার রাজনৈতিক কর্মসূচি ভার্চুয়াল প্লাটফর্মে শুরু করে এক নজির গড়ার পথে।যা মানব সভ্যতার রাজনৈতিক ইতিহাসে এক নতুন রাজনৈতিক সংযোজন বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।
মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডিজিটাল ইন্ডিয়া গড়ার যে স্বপ্ন দেখেছিলেন এই অতি মহামারীতে তা বাস্তবে পরিণত হতে চলেছে। আর সেই ইতিহাসের সাক্ষী হতে চলেছে বাংলা।
আগামী 9 ই জুন সকাল 11 টায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্ এর ভার্চুয়াল মিটিং এ বাংলা থেকে সোস্যাল মিডিয়ার মাধ্যমে বাংলার মানুষকে এই ঐতিহাসিক জমায়েতে অংশগ্রহণ করার জন্য ভিডিও বার্তায় আবেদন জানায় বিজেপির তথা পশ্চিমবঙ্গের বিজেপির সভাপতি দিলীপ ঘোষ।