৬ দফায় ১৬০ হয়েছে, বাকি দুই দফায় ২০০ হবে! দাবি দিলীপ ঘোষের

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে ইতমধ্যে ৬ দফায় ২২৩টি আসনে নির্বাচন সম্পন্ন হয়েছে। বাকি দুই দফায় আর ৬৯টি আসনে নির্বাচন হবে। এবং বাকি দুটি আসনে আগামী ১৬ মে ভোট গ্রহণ হবে। ওই দুই কেন্দ্রের প্রার্থী করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হওয়ায় ভোট পিছিয়ে গিয়েছে। রাজ্যের ৬ দফার ২২৩টি আসনের মধ্যে কটি আসন বিজেপি পাবে, সেই প্রশ্ন করাতে বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ বলেন, ‘ছয় দফার ২২৩ আসনেত মধ্যে ১৬০টি আসন বিজেপির দখলে যাচ্ছে। বাকি দুই দফায় আরও ৪০টি আসন নিয়ে ২০০ আসন পাবে বিজেপি।”

dilip 9

দিলীপ ঘোষ গতকাল বেলগাছিয়া-কাশীপুরের বিজেপি প্রার্থী শিবাজি সিংহ রায়ের উপর তৃণমূল বাহিনীর চড়াও হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। দিলীপবাবু বলেন, তৃণমূল যানে ওদের ভ্যালিডিটি শেষ আর সেই কারণে সন্ত্রাস ছড়িয়ে আমাদের প্রচারে বাঁধা দিচ্ছে। ওঁরা চাইছে শেষ দুই দফায় সন্ত্রাস ছড়িয়ে কিছু ভোট নিজেদের পকেটে পুড়তে। কিন্তু মানুষ তা হতে দেবে না।

tmc attacks on dilip ghosh road show

শনিবার সকালে দিলীপ ঘোষ বলেন, তৃণমূল আর পুলিশের মধ্যে এখন কোনও পার্থক্য নেই। আমরা ক্ষমতায় এসে পুলিশ যাতে সোজা ভাবে দাঁড়াতে পারে, তাঁর জন্য পুলিশের মেরুদণ্ড লাগিয়ে দেব। দিলীপ ঘোষ এদিন আরও বলেন, ‘বাংলার মহিলারা অত্যাচারিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী বানিয়েছিলেন। কিন্তু উনি মুখ্যমন্ত্রী হওয়ার পরেও বাংলার মহিলাদের দুর্দশা পাল্টায় নি। মহিলারা আগের মতই অত্যাচারিত হয়ে চলছে। বাংলায় বিজেপি ক্ষমতায় এলে এই কুশাসন আর মহিলাদের প্রতি অত্যাচার বন্ধ হবে।


Koushik Dutta

সম্পর্কিত খবর