রাজনীতিতে আসতে চাননি দেব, ছবির ব্যবসা বন্ধের হুমকি দিয়ে নির্বাচনে দাঁড় করানো হয়: দিলীপ ঘোষ

বাংলাহান্ট ডেস্ক: বড়দিন উপলক্ষে মুক্তি পেয়েছে দেব (Dev) এবং মিঠুন চক্রবর্তী অভিনীত ‘প্রজাপতি’। কিন্তু মুক্তির পরপরই বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে ছবিটি ঘিরে। কারণ বহু প্রতীক্ষিত এই ছবি জায়গা পায়নি নন্দনে। তৃণমূল সাংসদ দেব থাকতেও প্রজাপতি কেন বাদ গেল নন্দন থেকে? সেটা কি মিঠুনের রাজনৈতিক পরিচয়ের জন্য? উঠছে প্রশ্ন।

বিষয়টা নিয়ে তীব্র কটাক্ষ করেছে বিরোধী দল। খোঁচা মেরেছেন বিজেপি নেতা তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ। এবার তোপ দাগলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর অভিযোগ, দেবের ছবির মুক্তি বন্ধ করে দেওয়া, ব্যবসা বন্ধ করার হুমকি দিয়ে তাঁকে সাংসদ করানো হয়েছে।

dev uncle
তিনি বলেন, তৃণমূল না করলে চাকরি পাওয়া যায় না, ছবিতে সুযোগ পাওয়া যায় না। এবার সিনেমা হলও পাওয়া যাচ্ছে না। নন্দন যেন পার্টির সম্পত্তি। চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ জানানো হয়নি মিঠুন চক্রবর্তীকে। যাদের নামে হলে লোক আসে তাদেরই দূরে সরিয়ে রাখা হচ্ছে।

দিলীপ ঘোষের কথায়, মিঠুন চক্রবর্তী রাজ্যের সুপারস্টার। এতদিন পর একটা বাংলা ছবি করলেন। সবাই দেখার জন্য উদগ্রীব। সেই ছবি নন্দনের মতো সুন্দর একটা হলে শো দেওয়া হল না। সেই সঙ্গে তাঁর কটাক্ষ, তৃণমূল সাংসদ দেব বিজেপির মিঠুনের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে তাঁকেও নাকি কোণঠাসা করার চেষ্টা চলছে।

দেব নাকি রাজনীতিতে আসতেই চাননি। তাঁর ছবির ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে জোর করে নির্বাচনে দাঁড় করানো হয়েছিল। পালটা দিলীপ ঘোষের দাবি ফুৎকারে উড়িয়ে তৃণমূলের তরফে খোঁচা দেওয়া হয়েছে ‘পাঠান’ নিয়ে বিজেপির বিক্ষোভকে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর