‘BJP-র নেতারা মুখ্যমন্ত্রীর কাপড় খুলে নেবে’, মমতাকে নিয়ে এ কী বললেন দিলীপ ঘোষ!

বাংলা হান্ট ডেস্ক : এর আগেই ভেঙে ফেলা, মেরে দেওয়া থেকে শুরু করে বুকে পা তুলে দেওয়ার কথা শোনা গিয়েছিল তাঁর গলায়। এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাপড় খুলে নেওয়ার কথা বলে তুমুল চাঞ্চল্য সৃষ্টি করলেন তিনি। এই মন্তব্য নিয়ে রাজ্য–রাজনীতি এখন তোলপাড় হয়ে গিয়েছে। কারণ একজন মহিলা মুখ্যমন্ত্রী সম্পর্কে এমন কথা যে বলা যায় তা শুনে হতবাক সকলে।

বেঁফাস মন্তব্য করে বিতর্কে জড়ালেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বিতর্ক সৃষ্টি করলেন তিনি। এরপরই প্রবল কটাক্ষের শিকার হলেন বিজেপির জাতীয় সহ-সভাপতি।

dilip mamata

উত্তরবঙ্গে একাধিক কর্মসূচি রয়েছে বিজেপি সাংসদ দিলীপ ঘোষের। আজ শুক্রবার সকালে ট্রেনে নিউ জলপাইগুড়ি পৌঁছন তিনি। স্টেশনের বাইরে চা চক্রে যোগ দেন তিনি। সেখান থেকে একাধিক ইস্যুতে তুলোধোনা করেন শাসকদলকে। এখানেই ওঠে অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার কর্মসূচি প্রসঙ্গ। গতকাল অভিষেক জানিয়েছেন, তাঁর কর্মসূচির অংশ হিসেবে গ্রামে গ্রামে যে সভা হবে তাতে ডাকা হবে সব দলের নেতাদের।

এই প্রসঙ্গেই ক্ষোভ প্রকাশ করলেন দিলীপ ঘোষ। বলেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাকার কে? উনি কোন হরিদাস পাল? উনি কি মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রীরও ডাকার সাহস নেই। আমার দলের নেতারা গিয়ে কাপড় খুলে দেবে।’

এদিন দিলীপ ঘোষ আরও বলেন, ‘ওঁদের ক্ষমতা নেই কাউকে ডাকার। নিজের দলের লোকেদের প্রশ্নের উত্তর দিতে পারছেন না। বিজেপিকে কি ডাকবে! আমিও তো সাংসদ। সেরকম হলে আমাকেই ডাকুন না।’ মুখ্যমন্ত্রী সম্পর্কে বিজেপি সাংসদের মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক। প্রত্যকে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন।

Sudipto

সম্পর্কিত খবর