বাংলা হান্ট ডেস্ক : রাজ্যে বেতন বৃদ্ধিসহ অন্যান্য দাবি দাওয়া নিয়ে বার বার শিক্ষক আন্দোলন সংগঠিত হচ্ছে। কয়েক দিন আগে গ্রেড পে বৃদ্ধির দাবিতে আবারও আন্দোলনে সামিল হয়েছিল রাজ্যের প্রাথমিক শিক্ষক সংগঠন সহ রাজ্যের শিক্ষকদের একাংশ। এবার শিক্ষক আন্দোলন নিয়ে মন্তব্য করতে গিয়ে আবারও বিতর্কিত মন্তব্য করে বসলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
মঙ্গলবার বিধাননগরে বিজেপি র বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে যোগ দিতে এসে শিক্ষকদের মার খেতে দেখে তাঁর আনন্দ হচ্ছে বলে মন্তব্য করেন। এ দিনের অনুষ্ঠানে একাধিক রাজনৈতিক ইস্যু প্রসঙ্গ তোলার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন তবে শিক্ষক আন্দোলন সম্পর্কে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই দাঁড়িয়ে সাম্প্রতিক শিক্ষক আন্দোলনের কথা বলতে গিয়ে দিলীপ জানান, রাজ্যে অধ্যাপক থেকে হাই স্কুলের শিক্ষক প্রাথমিক শিক্ষক মাদ্রাসার পার্শ্ব শিক্ষক কম্পিউটার শিক্ষক সবাইকে লাঠি পেটা করা হচ্ছেই, 6-7 মাস ধরে মার খাচ্ছেন তাঁরা, আমার একটু আনন্দই হচ্ছে।
দিলীপ ঘোষের এই মন্তব্যের পর কার্যত চমকে উঠেছিলেন সকলেই। তবে এ প্রসঙ্গে যুক্তি দিতে গিয়ে নিজের ছোটবেলার কথা তুলে ধরেন দিলীপ ঘোষ। তিনি জানান ছোটবেলায় শিক্ষকরা নাকি তাঁকে খুব মেরেছিলেন, তাই তাঁদের এ বার দিদি পিটিয়ে সিধা করে দিচ্ছে। একই সঙ্গে তিনি আরও বলেন সরকারি কর্মচারীরা কবে বকেয়া মহার্ঘ ভাতা পাবে তা কেউ জানে না। যদিও এই প্রথম বার নয় এর আগেও বারবার বিতর্কিত মন্তব্য করে সংবাদমাধ্যমের শিরোনামে এসেছিলেন দিলীপ ঘোষ।
মঙ্গলবার ওই একই অনুষ্ঠান মঞ্চ থেকে জয়েন্ট এন্ট্রান্সে বাংলা ভাষা যুক্ত করা নিয়ে তৃণমূল নেতা কর্মীদের ধর্না নিয়ে কটাক্ষ করেন, এমনকি বাংলা ভাষায় পড়ে মানুষ হওয়া যায় না এমনটাও মন্তব্য করেছিলেন তিনি।