বাংলা হান্ট ডেস্কঃ গোটা দেশে ক্রমশ করোনার সংক্রমণ বেড়েই চলেছে। বাদ যায়নি আমাদের রাজ্যও। এখানেই দৈনিক সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি করোনায় মৃতের হারও পাল্লা দিয়ে বৃদ্ধি পেয়ে চলছে। আর এর মধ্যে করোনার নিয়ে মানুষকে সচেতন করতে দেখা গেল বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষকে। শুক্রবার মালদহের সাহাপুর কালিতলা বাজারে সকালে চায়ে পে চর্চা অনুষ্ঠানে অংশ নেন তিনি।
ওই অনুষ্ঠান থেকে মানুষকে করোনা নিয়ে সচেতনতার ক্লাস দিতে দেখা যায় বিজেপির রাজ্য সভাপতিকে। দিলীপ ঘোষ বলেন, ‘আমার শরীরে শক্তি আছে। আমি করোনাকে মেরে দিচ্ছি। যাদের শরীর দুর্বল, করোনা তাঁদেরই অ্যাটাক করছে।” এছাড়াও শুক্রবারের চায়ে পে চর্চা অনুষ্ঠান থেকে মহিলাদের শাড়ি কেটে মাস্ক বানানোর পরামর্শ দেন বিজেপির রাজ্য সভাপতি।
বলে দিই, ২০২০-এর অক্টোবর মাসে দেশে যখন করোনার প্রথম ঢেউ চলছিল, তখন দিলীপ ঘোষ করোনায় আক্রান্ত হয়েছিলেন। করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালেও ভর্তি হয়েছিলেন দিলীপ ঘোষ। রোজ সকালে ঘুম থেকে উঠে চায়ে পে চর্চা ছাড়াও শরীর চর্চা করেন দিলীপ ঘোষ। তিনি বরাবরই নিজেকে ফিট বলে থাকেন। আর এবার তিনি দাবি করলেন যে, ওনার শরীরের শক্তি দিয়েই তিনি করোনাকে হারিয়েছেন।