‘যে নিজের দল লোককেই তো সামলাতে পারে না সে আবার…!’, অভিষেককে নজিরবিহীন আক্রমণ দিলীপ ঘোষের

বাংলা হান্ট ডেস্ক : ফের বিস্ফোরক দিলীপ ঘোষ। সোমবার সকালে ইকোপার্কে সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে শাসকদল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ফের সরাসরি কড়া ভাষায় আক্রমণ করেন তিনি।

তৃণমূল কোনও রাজনৈতিক দলই নয় : দিলীপ ঘোষ বলেন, ‘গোড়া থেকেই বলছি, তৃণমূল কোনও রাজনৈতিক পার্টি নয়। কিছু লোক, তারা যার যার স্বার্থে একত্রিত হয়েছে। তারাই দলকে টাকা তুলে দিয়েছে। মমতা ব্যানার্জি অন্যায়ের প্রতিবাদ করার জন্য এক সময়ে যাদের নিয়ে দল শুরু করেছিলেন, দলে এখন তাদেরই কোনও গুরুত্ব নেই। সিনিয়র লিডাররা হতাশায় ভুগছেন। কিন্তু করবেন কি? যাবেন কোথায়? যত ফালতু লোক, তারাই ছড়ি ঘোরাচ্ছে, কারণ তারাই টাকা তুলে দিচ্ছে’।

   

abhishek, dilip

পুলিস-গুন্ডা ছাড়া তৃণমূল পার্টি চলবে না : তিনি আরও বলেন, ‘পুলিস আর গুন্ডা ছাড়া ওই পার্টি চলবে না। কোনও ভদ্রলোক ওখানে থাকতে পারবে না। পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছে। আবদুল করিমকে কে বলেছিল তৃণমূল কংগ্রেসে যেতে? উনি বিজেপির সঙ্গেও হাত মেলাতে চেয়েছিলেন। ক্ষমতাও চাই, পদ চাই, আবার স্বাধীনতাও চাই। সব হয়না। ওই পার্টিতে থাকতে গেলে ওভাবেই থাকতে হবে।’

ডিএ নিয়ে কী বললেন? ডিএ আন্দোলন প্রসঙ্গে দিলীপ বলেন, ‘কত দিন কেটে গেল। মাসের পর মাস চলে গেল। তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আমাদের নৈতিক সমর্থন আছে। সেদিন এক মন্ত্রী বলেছেন, ডিএ দিতে গেলে সরকার সমস্যায় পড়বে। সরকার দিল্লী থেকে যে টাকা পাচ্ছে, তা যাচ্ছে কোথায়? কোনও হিসেব নেই। লুঠের রাজত্ব চলছে’।

দেব নিয়েও বিস্ফোরক দিলীপ ঘোষ : বিজেপির সর্বভারতীয় সহসভাপতি বলেন, ‘দেবের ভাই বলে খবরটা হয়েছে। এরকম হাজার হাজার লোকের নাম কেটে দেওয়া হয়েছে। কে অধিকার দিয়েছে ওদের? গরিবের কথা কেউ শোনে নি। আমরা নাম গুলো খুঁজে খুঁজে দিল্লী পাঠিয়েছি। আমি নিজে কেশিয়ারি থেকে এরকম এক গুচ্ছ নাম পাঠিয়েছি। তারা অন্য পার্টি করে। তাই একটা নাম নয়, এরকম হাজার হাজার নাম আছে, যাদের বাড়ি দেওয়া হয়নি’।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর