বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) সরকারের বিরুদ্ধে ফের একবার বেফাঁস বিজেপি (BJP) সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) উদ্দেশ্য করে এদিন একের পর এক কটাক্ষ ছুড়ে দেন তিনি। এক্ষেত্রে শালীনতার সকল মাত্রা ছাড়িয়ে গিয়ে অভিষেককে ‘দু পয়সার নেতা’ এবং তাঁর ‘বাপ’ তুলে মন্তব্য করেন বিজেপি নেতা।
অতীতে একাধিক সময় তৃণমূল কংগ্রেস সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেককে উদ্দেশ্য করে বিতর্কিত মন্তব্য করেন দিলীপ ঘোষ। সেই ধারা বজায় রেখে এদিন উলুবেড়িয়া থেকে ফের একবার আক্রমণাত্মক মেজাজে ধরা দিলেন তিনি। অভিষেকের নাম না করে এদিন দিলীপ ঘোষ বলেন, “দু পয়সার নেতা। ওকে সব সময় দুশোটা পুলিশ ঘিরে থাকে। ওটা কি ওর বাপের টাকা? নিরাপত্তা ছেড়ে একবার বের হোক, যদি দম থাকে। রাজ্যে অর্ধেক সংখ্যক পুলিশ তৃণমূল নেতা মন্ত্রীদের বাড়ি পাহারা দিয়ে চলেছে। সব সময় তৃণমূল নেতাদের চারপাশে ঘুরছে। তাহলে চোর আর ডাকাত কিভাবে ধরবে? আসলে পুলিশের কোমর ভেঙে দিয়েছে তৃণমূল।”
সাম্প্রতিক সময়ে দাঁড়িয়ে একদিকে যখন একের পর এক দুর্নীতি মামলায় তৎপরতা বৃদ্ধি করে চলেছে সিবিআই এবং ইডির মত গোয়েন্দা সংস্থাগুলি, সেই মুহূর্তে তাদের তদন্তের পিছনে বিজেপির রাজনৈতিক প্রতিহিংসা কাজ করছে বলে দাবি করে আসছে তৃণমূল কংগ্রেস। সেই প্রসঙ্গে মন্তব্য রাখতে গিয়ে এদিন বিজেপি নেতা বলেন, “আমরা কাউকে প্রভাবিত করি না। উনি শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে বলেন আর তারপর সেটাই হয়ে যায়। অথচ রাষ্ট্রপতির বিরুদ্ধে অখিল গিরি বিতর্কিত মন্তব্য করলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। এর থেকে বোঝা যাচ্ছে, কে কার দ্বারা প্রভাবিত।”
প্রসঙ্গত, গতকাল ডায়মন্ড হারবারে একটি বৈঠক শেষে বিজেপিকে উদ্দেশ্য করে চরম কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “সীমান্ত এবং কয়লা খনি পাহারা দেওয়ার দায়িত্ব যাদের ওপর, তারা চার আনা নেতাদের পেছনে ঘুরে চলেছে। রাহুল সিনহা, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষের পাহারা দিচ্ছে; সেই কারণেই কয়লা চুরি হয়ে চলেছে।” অভিষেকের সেই মন্তব্যের জবাব দিতে গিয়েই এদিন ফের একবার বিস্ফোরক রূপে ধরা দিলেন দিলীপবাবু।