বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি দিলীপ ঘোষকে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব দ্বারা চিঠি দিয়ে সতর্ক করা হয় আর তারপরেই টুইট করে বিজেপি নেতাকে আক্রমণ শানান বাবুল সুপ্রিয়। এবার তার জবাব দিতেই তৃণমূল বিধায়ককে ‘রিজেক্টেড মাল’ বলে কটাক্ষ করলেন দিলীপবাবু। বিজেপি নেতার কথায়, “বাবুল রিজেক্টেড মাল। ওর কথার কি জবাব দেবো! জাতীয় লিগের খেলা ছেড়ে বর্তমানে এখন স্থানীয় লিগে খেলছে।”
উল্লেখ্য, বাবুল সুপ্রিয় এবং দিলীপ ঘোষের মধ্যে দ্বন্দ্ব অবশ্য নতুন নয়। বাবুলের বিজেপি দলে থাকাকালীনই দুই নেতার মধ্যে লেগে থাকত কলহ। সেই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বিজেপি নেতা জানান, “বিজেপি দলে সব কিছু সবসময় চলে না। আমি সেটাই কড়া ভাবে বলতাম। চোখে চোখ রেখে সবার উদ্দেশ্যে কথা বলতাম। তাছাড়া শিল্পীরা কখনোই রাজনীতিতে উপযুক্ত নয়।”
দিলীপের এই মন্তব্যের পরেই সদ্য দলবদল করে ঘাসফুল শিবিরে যোগ দেওয়া বাবুল সুপ্রিয় মন্তব্য করেন, “আমার সঙ্গে চোখে চোখ রেখে যদি কথা বলতে চান দিলীপ ঘোষ, তবে তাকে খড়্গপুরে 2024 সালে জিততে হবে।”
এমনকি কেন্দ্র বিজেপি নেতৃত্ব দ্বারা দিলীপকে চিঠি দিয়ে সতর্ক করার পরে আবারও তাঁর দিকে কটাক্ষ ছুড়ে দেন তিনি। তৃণমূল বিধায়ক বলেন, “দিলীপ ঘোষের কোনরকম লজ্জা নেই এবং এর চিকিৎসাও নেই।” আর এদিন তার জবাব দিতে গিয়ে দিলীপ ঘোষের মুখে শোনা যায় ‘রিজেক্টেড মাল’ প্রসঙ্গ। তবে দিলীপের এই মন্তব্যের পর বাবুলের কোন রকম প্রতিক্রিয়া অবশ্য মেলেনি।