বাংলা হান্ট ডেস্কঃ রামনবমীকে ইস্যু করে, ইতিমধ্যেই রাজ্যের শাসক-বিরোধী দলের মধ্যে শুরু হয়েছে আক্রমণ-পাল্টা আক্রমণের রাজনৈতিক তরজা। একদিকে রাজ্যের বিরোধীদল বিজেপি রাস্তায় অস্ত্র নিয়ে নামার কথা আগাম জানিয়ে রেখেছে। অন্যদিকে শান্তি বজায় রাখার দাবিতে পাল্টা হুঁশিয়ারি আসছে রাজ্যের শাসক দল তৃণমূল শিবির থেকেও। কিছুদিন আগেই রামনবমীর দিন রাস্তায় এক কোটি হিন্দু নামানোর ডাক দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার তাঁকেই ‘গৃহবন্দী’ করে রাখার হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। এরপর আজ বুধবার সকালে তাঁকে পাল্টা আক্রমণে বিঁধলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
রামনবমী (Ram Navami) ইস্যুতে শাসক-বিরোধী তরজা
রামনবমী (Ram Navami) ইস্যুতে মঙ্গলবার রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে মদন মিত্র (Madan Mitra) বলেছিলেন, ‘শুভেন্দু (Suvendu Adhikari) একটা নতুন হিন্দু ধর্ম করতে চাইছে। যেখানে লেখা হবে, বাপ চোর, ব্যাটা চোর, বিজেপির (BJP) গুষ্টি চোর। দেখলাম শুভেন্দু কোথায় একটা মুসলমানদের রমজানে মাথায় ঘোমটা দিয়ে বসে আছে। দল যদি বলে আমি ওকে বাড়ি থেকে বেরোতে দেব না। ওকে শান্তিকুঞ্জতেই থাকতে হবে।’
শুভেন্দুকে আক্রমণ করায় মদন মিত্রকে দিলীপের (Dilip Ghosh) পাল্টা হুঁশিয়ারি, ‘রাম নবমী উৎসব হবেই। আর কে কাকে ঘরে ঢোকাবে সে আমরা দেখব।’ একইসাথে মদন মিত্রকে ‘খোঁচা’ দিয়ে এদিন দিলীপ ঘোষ স্পষ্ট জানিয়েছেন, ‘সোজা হয়ে দাঁড়াতে পারে না, ড্রেনে পড়ে যায়, সে দিলীপ ঘোষের সঙ্গে লড়াই করতে আসবে? কেউ বিশ্বাস করবে? আগে তো দাঁড়াও। কে কাকে অনুমতি দেয়? তৃণমূল কি অনুমতি নেয়? দিলীপ ঘোষ তলোয়ার নিয়ে রাস্তায় নেমেছে। আগামী দিনেও নামবে। দম থাকলে আটকাও। কিছু করার দম নেই। এসব ফুটানি খালি। মিডিয়াতে আসার জন্য।’
আরও পড়ুন: সরকারি প্রকল্পে কড়াকড়ি নবান্নের! জারি হল নয়া বিজ্ঞপ্তি
রামনবমীকে কেন্দ্র করে বিজেপি শিবিরে বাড়তি উন্মাদনা চোখে পড়লেও এদিন মদন মিত্রের প্রশ্ন, ‘রামনবমী তো আমাদের সবার। এটা বিজেপির কে বলল?’ একইসাথে বক্তব্যের ধার বাড়িয়ে রামনবমীর আয়োজকদের উদ্দেশ্যে মদন মিত্রের স্পষ্ট বার্তা, ‘রামনবমী সবাই করতে পারেন। রামনবমীর দিনটাকে যদি আপনারা কুরুক্ষেত্রের ময়দানের ফাইনাল ডে হিসাবে ধরতে চান, রামনবমীর দিনটাকে কলুষিত করবেন না। এনি আদার ডে ইউ আর ওয়েলকাম, তারিখ বলে দিলে তৃণমূল (Trinamool Congress) ইজ় রেডি টু ব্যাট।’
একইসাথে তৃণমূল নেতার হুঁশিয়ারি, ‘ওরা বলেছে ৪৩টা পয়েন্টে নাকা হবে। আগের দিন থেকে সবাই ৪৩ হাজার পয়েন্ট ঘিরে রাখবে। আপনারা অশান্তি করে বিনা ধোলাই খেয়ে বাড়ি ফিরে যাবেন সেটা তো হবে না। তৃণমূল এখনও বেঁচে আছে।’ তারপরেই আজ তাঁকে চরম কটাক্ষ করলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)।