‘মমতা-অভিষেক জেলে চলে গেলে যারা পাথর ছুঁড়ছে তাঁরা অনাথ হয়ে যাবে!” খোঁচা দিলীপের

বাংলা হান্ট ডেস্ক : গতকালই তৃণমূল কংগ্রেসকে নজিরবিহীন কটাক্ষ করেছেন শুভেন্দুর অধিকারী সুপ্রিম কোর্ট (Supreme Court) ও হাইকোর্টের (High Court) একের পর এক রায় নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC) তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিশানা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। আর আজ তৃণমূলকে তোপ দাগলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি লেখেন, ‘আজ তৃণমূলের নেতারা দাঙ্গাবাজদের উসকানি দিচ্ছে পাথর ছোঁড়ার, হামলা করার জন্য। কাল যখন মুখ্যমন্ত্রী, ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ সকল নেতা-মন্ত্রীরা জেলে চলে যাবেন তখন এদের কে দেখবে? এরা তো অনাথ হয়ে যাবে!’ এই পোস্টে তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।

   

dilip mamata

এদিকে, সরব হন শুভেন্দু অধিকারীও। তিনি সরাসরি মুখ্যমন্ত্রীকে কাঠগড়ায় তুলে বলেন, ‘মমতা ব্যানার্জি ঠাকুরনগর খেজুরিতে দাঁড়িয়ে উসকে দিয়ে গেছেন হনুমান জয়ন্তীতে পশ্চিমবাংলায় দাঙ্গা হবে সংখ্যালঘু মা-বোনেরা তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করো দাঙ্গাবাজদের খতম করো। তিনি একজন সম্প্রদায়ের মা ভাই-বোনদের বলছেন খতম করো। খতম মানে তো হত্যা! একজন মুখ্যমন্ত্রী হয়ে কি করে এই মন্তব্য করতে পারলেন !তাই এই দাঙ্গাবাজ মমতা ব্যানার্জির উপরে জুডিশিয়ারি ভরসা রাখতে পারেনি। তার পুলিসের উপর ভরসা রাখতে পারেনি।

শুভেন্দু আরও বলেন, ‘যেভাবে প্যারা মিলিটারি নামানো করা উচিত ছিল তা করেনি। চোখে ধুলো দিয়ে কোর্টকে দেখাচ্ছে আমি তোমাকে মান্যতা দিচ্ছি। মাত্র তিন কোম্পানি তিন জেলাতে নিয়োগ করা হয়েছে প্যারা মিলিটারি। এটা করতে গিয়ে রাজ্য পুলিসের তরফে যে নিয়ম জারি করা হলো সেটা আরেক বিপজ্জনক। সাধারণ মানুষের উপর পশ্চিমবঙ্গ সরকার আঘাত আনলো।’

বিরোধী দলনেতার দাবি রিষড়ায় দাঙ্গাবাজদের বিরুদ্ধে ডান্ডা যাতে না চালায় গুন্ডাদের উপর আক্রমণ যাতে না চালায় পুলিসকে সেই নির্দেশ দেয় রাজ্য সরকার। তিনি রীতিমতো হুমকি দিয়ে বলেন, ‘আজ হাওড়াতে আমি হনুমান জয়ন্তীর ঝান্ডা নিয়ে হাঁটবো। যদি আটকায় মমতা যেটুকু আছে শেষ হয়ে যাবে।’

Avatar
Sudipto

সম্পর্কিত খবর