বাংলা হান্ট ডেস্কঃ বিগত বেশ কয়েক বছর ধরেই রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে উঠে আসেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তবে তিনি এখন আর রাজ্যের নেতা না। বর্তমানে তিনি বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি। তবে রাজ্যে না থাকলেও তৃণমূলকে আক্রমণের ঝাঁঝ কখনোই কম করেননি তিনি। গতকাল সেই তীব্রতা আরো বহুগুণ বাড়িয়ে বেলাগাম রূপে ধরা দিলেন বিজেপি (BJP) নেতা। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং অভিষেককে কটাক্ষ ছুঁড়ে দিয়ে তাঁর মন্তব্য, “কাপড় খুলে যাবে আপনাদের।”
গতকাল গোয়ালতোড় এলাকায় একটি সভায় উপস্থিত হয়ে দিলীপ ঘোষ বলেন, “ভাইপো ফাইল খুলে দেব বলছে আর দিদি বলছে মুখ খুলব। তার আগে তো আপনাদের কাপড় খুলে যাবে। কাঁচা বাঁশ তৈরি রাখুন। রাস্তায় জামা কাপড় খুলে সব টাকা উসুল করতে হবে।”
সম্প্রতি, SSC মামলায় পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি। অর্পিতা মুখোপাধ্যায় ফ্ল্যাট থেকে ইতিমধ্যে ৫০ কোটি নগদ অর্থ সহ একাধিক সোনা গয়না মিলেছে, যা নিয়ে বর্তমানে রাজ্য সরকারকে কোণঠাসা করে চলেছে বিরোধী দলগুলি।
সেই ধারা বজায় রেখেই গতকাল দিলীপ ঘোষ বলেন, “কে কত টাকা হাতিয়েছে সব হিসেব করে রাখুন। কিছু ভুলবেন না। জামা কাপড় খুলে দিয়ে তারপর সেই সকল টাকা উসুল করা হবে। কালীঘাট থেকে ভবানীপুর পর্যন্ত সকলকে দৌড় করাতে হবে। এক্ষেত্রে কাউকে ছাড়া উচিত নয়। সাধারণ মানুষ তোমাদের বাড়ি থেকে বের করবে এবং পরে গাছে বেঁধে জুতোপেটা করবে।” বর্তমানে অবশ্য দিলীপ ঘোষের এ মন্তব্যের সমালোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে।