‘পশ্চিমবঙ্গে তালিবানি যোগ” খাস কলকাতায় বিপুল আফগানি মুদ্রা উদ্ধার হওয়ার পর তোপ দিলীপের

বাংলা হান্ট ডেস্কঃ আফগানিস্তানে তালিবানের তাণ্ডবের মাঝেই খাস কলকাতা থেকে উদ্ধার হয়েছে আফগানি মুদ্রা। আর এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে মহানগরীতে। তাহলে এবার কী কলকাতাতেও তালিবানি সন্ত্রাস? আর এরই মধ্যে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই ঘটনাকে কেন্দ্র করে শাসক দল তৃণমূলকে একহাতে নিয়েছেন।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করে লেখা হয়েছে, ‘পশ্চিমবঙ্গেও এবার তালিবান যোগ! প্রশাসনিক ব্যর্থতা এতটাই যে তালিবানি সন্ত্রাসের আঁচ এসে পড়ছে এই রাজ্যেও। বিবাদীবাগ থেকে ভারতীয় মুদ্রায় আনুমানিক ২৫.৮ লক্ষ অবৈধ আফগানি মুদ্রা সহ ধরা পড়ল দুজন।রাজ্যবাসীর সুরক্ষা নিয়ে আর কত ছেলেখেলা করবেন মাননীয়া ?”

প্রসঙ্গত, শনিবার মধ্য কলকাতার বিবাদী বাগ এলাকায় হানা দেয় রাজ্যের গোয়েন্দারা। সেখান থেকে দুজন সন্দেহভাজনকে ধরা হয়েছে। তাঁদের থেকে ২৯ লক্ষ ৯০ হাজার আফগানি টাকা উদ্ধার করেছে পুলিশ। বর্তমানে ভারতীয় মুদ্রা হিসেবে যা দাঁড়ায় ২৫ লক্ষ ৮০ হাজার টাকা। ধৃত দুজনই আফগানি বলে জানা গিয়েছে। মামলার তদন্তে নেমেছে পুলিশ।

তবে তাঁরা যে তালিবানি সেটা আগেই বলা ঠিক হবে না। কারণ কলকাতার বিভিন্ন এলাকায় আফগানিস্তানের বাসিন্দারা বসবাস করেন। তাঁরা মূলত কাবুলিওয়ালা বলেই পরিচিত। তাঁরা ঋণ ব্যবসার সঙ্গে জড়িত। কিন্তু তাঁরা ভারতীয় মুদ্রাতেই ঋণ দেন, আফগানি মুদ্রা তো আর ভারতে চলে না। এখন প্রশ্ন উঠছে যে, তাঁরা এত আফগানি টাকা পেলো কোথায়? গোয়েন্দাদের সন্দেহ পাকিস্তান হয়ে চোরাপথে এই বিপুল টাকা ভারতে ঢুকেছে। আর এই টাকা উদ্ধার হওয়ার পরেই নড়েচড়ে বসেছে পুলিশ, প্রশাসন।


Koushik Dutta

সম্পর্কিত খবর