‘মেক্সিকোর মত অবস্থা’,’ রাজ্যে তালিবানি শাসন চলছে’, মমতা সরকারের বিরুদ্ধে বিস্ফোরক দিলীপ ঘোষ

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ফের একবার মমতার সরকারের (State Government) উদ্দেশ্যে ক্ষোভ উগরে দিলেন বিজেপির (BJP) সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। “মেক্সিকোর মত অবস্থা হয়ে যাচ্ছে এ রাজ্যেও। ” বৃহস্পতিবার দুর্গাপুরে দলীয় কর্মসূচিতে যোগদান করার আগে ঠিক এমনটাই শোনা গেল বঙ্গ বিজেপির এই অন্যতম প্রধান সৈনিকের গলায়। শুধু তাই নয়, বাংলায় ‘তালিবানি শাসন’ চলছে বলেও আক্রমণ শনান তিঁনি।

এদিন বর্ধমানের কাঁটাপুকুরে দলীয় কর্মসূচীতে যাওয়ার পথে চা আড্ডায় মাতেন দিলীপ ঘোষ। সেখান থেকেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের পুলিশ- প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে একের পর এক বিস্ফোরক অভিযোগ করেন। দিলীপ ঘোষ বলেন “এ রাজ্যে এমনটাই হয়। এ রাজ্যে তালিবানি সরকার চলছে। সাংবিধানিক ব্যবস্থাটাই নেই।” “যত অ্যান্টিসোশ্যাল, অ্যান্টি-ন্যাশনাল এ রাজ্যে দাপিয়ে বেড়াচ্ছে। কেন্দ্রীয় দল এলে সমস্যাটা কী? চুরি যদি করে থাকেন তবেই সমস্যা। টিএমসি কেন্দ্রীয় বাহিনীকে আটকাচ্ছে।”

প্রসঙ্গত বর্ধমানের গলসিতে কেন্দ্রীয় দলের হয়রানি প্রেক্ষিতেই এই মন্তব্য করেন তিঁনি। আবাস দুর্নীতির তদন্তে এসে কেন্দ্রীয় প্রতিনিধি দলের বাধা পাওয়ার ঘটনা প্রসঙ্গে বিজেপি সাংসদ তৃণমূলকে কটাক্ষ করে বলেন, “TMC কেন্দ্রীয় বাহিনীকে আটকাচ্ছে। আর পাবলিক ওদের নেতা-মন্ত্রীদের আটকাচ্ছে।” দিদির দূত কর্মসূচিতে গিয়ে তৃণমূল নেতা-মন্ত্রীদের বিক্ষোভের মুখে পড়ার ঘটনাও তুলেই এই মন্তব্য করেন তিঁনি।

dilip ghosh f

এরপর রাজ্য সরকারকে কার্যত একহাত নিয়ে দিলীপ ঘোষ বলেন, “কয়লা বা বালি মাফিয়ারা দৌরাত্ম্য চালাচ্ছে। মেক্সিকোর মতো অবস্থা হয়ে যাচ্ছে এ রাজ্যেও।” উল্লেখ্য , আবাস যোজনা তদন্তে বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের গলসিতে যাওয়ার পথে দুই কেন্দ্রীয় দলের প্রতিনিধি মনোজ কুমার ও প্রদ্যুৎ কুমার করের বিরুদ্ধে অবরোধ দেখা যায় । গলসির ২ নম্বর জাতীয় সড়কের গলিগ্রাম মোড়ে একঘন্টা মত এই অবরোধ চলে। এদিন এই ঘটনাকে তুলেই রাজ্য সরকার ও পুলিশকে কটাক্ষ করেন দিলীপ ঘোষ।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X