বাংলা হান্ট ডেস্কঃ বেশ কিছুদিন ধরে চর্চার শিরোনামে দিলীপ ঘোষ (Dilip Ghosh)। রাজ্য-রাজনীতিতে এখন দিলীপ জ্বরে কাবু সকলে। প্রতিদিনই কোনো না কোনো বিতর্কিত মন্তব্য করে সংবাদ শিরোনামে উঠে আসছেন রাজ্য বিজেপির এই প্রাক্তন সভাপতি। এবার ইফতার পার্টি নিয়ে সরব হলেন পদ্ম নেতা (BJP Leader)। রমজান মাসে মুসলমানদের ইফতার পার্টিতে বিভিন্ন দলের রাজনৈতিক নেতাদের দেখা যায়। এই নিয়ে বিস্ফোরক দিলীপবাবু।
ইফতারের রাজনীতি নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ-Dilip Ghosh
বিজেপি নেতার বক্তব্য, “ইফতারের রাজনীতি বন্ধ হোক। ইফতারকে ইফতার হতে দিন।” বুধবার নদিয়ার কৃষ্ণনগরে চায়ে পে চর্চায় যোগ দিয়ে দিলীপবাবু বলেন, “যাঁরা রোজা করেন, তাঁদের জন্য ইফতার। যাঁরা রোজা না করে, মেকি মুসলমান সাজেন, তাঁরা ইসলাম ধর্মের অপমান করছেন। ইসলামের কিছু নেতা আছেন, যারা এইসব নেতাদের ডেকে নিয়ে গিয়ে ইফতারকেই অপবিত্র করছেন।”
দিলীপের কথায়, “যাঁরা রোজা করছেন, তাঁরা অবশ্যই ইফতার করবেন। কিন্তু, যাঁরা মেকি মুসলমান, কখনও দাড়ি, কখনও টুপি পরে নমাজ পড়ছেন, ইফতারে যোগ দিচ্ছেন, তাঁদের থেকে যেন মুসলমান ভাইরা সাবধান থাকেন।” ইফতারের রাজনীতি বন্ধ করার আর্জি জানান দিলীপ।
আরও পড়ুন: মাইকেল মধুসূদন দত্তের বাড়ি ভেঙে তৈরী হচ্ছে বহুতল? হাইকোর্টের দ্বারস্থ পুরসভা
দিলীপ (Dilip Ghosh) বলেন, “ইফতারকে ইফতার হতে দিন। আমিও তো একাদশীর উপবাস করি। আমি তো কাউকে বলতে যাইনি, আমার সঙ্গে এসে উপবাস করুন। এই ধান্দাবাজগুলোই সব গুলিয়ে দিচ্ছে।” প্রসঙ্গত বিগত কিছুদিনে দিলীপবাবুর দাবাং মুড দেখে রাজ্য-রাজনীতিতে তুঙ্গে জল্পনা। কে বিজেপির রাজ্য সভাপতি হচ্ছেন এই নিয়ে জল্পনা ছিলই, এরই মধ্যে নতুন করে দিলীপ প্রত্যাবর্তনে চর্চা বাড়ছে।