শিল্পও নেই, চাকরিও নেই! বাংলা থেকে পালিয়েছে বিশ্বকর্মা! বিস্ফোরক দিলীপ ঘোষ

বাংলা হান্ট ডেস্কঃ ‘বিশ্বকর্মা বাংলা থেকে পালিয়েছে। বাংলায় শিল্প এবং চাকরির যা অবস্থা, তাতে পুজো করবে কে?’ এদিন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) সরকারের বিরুদ্ধে ঠিক এভাবেই আক্রমণ শানালেন বিজেপি (BJP) সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

বাংলায় শিল্পের উপযুক্ত পরিবেশ নেই; এই দাবিতে অতীতে একাধিক সময় শাসক দলকে কটাক্ষ ছুড়ে দেয় বিরোধী দলগুলি। এরই পাশাপাশি বর্তমানে এসএসসি থেকে শুরু করে প্রাথমিক টেট দুর্নীতি মামলায় একের পর এক তৃণমূল নেতা মন্ত্রীদের জড়িত থাকার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সর্বত্র। ফলে সব মিলিয়ে তৃণমূলকে একঘরে করতে মরিয়া সিপিএম এবং বিজেপির মতো দলগুলি।

এদিন নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষ্যে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরের বগদা থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কটাক্ষ করে দিলীপবাবু বলেন, “এ বছর বিশ্বকর্মা পুজো অত্যন্ত হতাশা জনক ভাবে করা হয়ে চলেছে। কোন জৌলুস নেই। আসলে বাংলায় বর্তমানে যে পরিস্থিতি, তাতে এটাই স্বাভাবিক। শিল্প নেই, মানুষের হাতে চাকরি নেই। অতীতে সিন্ডিকেট এবং কাটমানির টাকা দিয়ে পুজো করা হয়ে থাকত। তবে এ বছর সেই টাকা না থাকায় পুজো ঠিক মতো করা হচ্ছে না।”

তিনি আরো বলেন, “বিশ্বকর্মা বাংলা থেকে পালিয়েছে। আমরা চাই, কাজের মাধ্যমেই পুজো হোক। সাধারণ মানুষ যখন আনন্দের সাথে উৎসবে যোগ দিতে পারবে, তখনই বাংলায় বিশ্বকর্মা ফিরে আসবেন।”

উল্লেখ্য, শিল্পের পাশাপাশি চাকরির ক্ষেত্রেও বর্তমানে বাংলার অবস্থা তথৈবচ। একের পর এক দুর্নীতি মামলায় তৃণমূল নেতা মন্ত্রীদের নাম জড়িয়ে চলেছে। আবার অপরদিকে, সম্প্রতি মুখ্যমন্ত্রী কচুরিপানা থেকে শিল্প করার পাশাপাশি দুর্গাপুজোয় ঘুগনি, তেলেভাজা, বাদাম এবং ছোলা ভাজা বিক্রি করার কথা বলেন, যা নিয়ে ইতিমধ্যে সমালোচনার সরব হয়েছে একাধিক মহল।

Untitled design 2022 08 26T152612.009

এই প্রসঙ্গেও মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে দিলীপবাবু বলেন “বর্তমানে রাজ্য সরকার দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে। ওদের হাতে কোনো রকম দিশা কিংবা লক্ষ্য কিছুই নেই। সেই কারণে সকলকে ঢপ দিয়ে চলেছে। দিল্লিতে যেমন কেজরিওয়াল মুখ থুবড়ে পড়েছেন, ঠিক তেমনভাবে মমতা বন্দ্যোপাধ্যায়েরও একই পরিস্থিতি হয়েছে।”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর