বাংলা হান্ট ডেস্কঃ ‘বস্তির পার্টি, বস্তির কালচার নিয়ে চলে’, তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) বিরুদ্ধে বেলাগাম আক্রমণ করে বসলেন বিজেপির (Bharatiya Janata Party) সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সম্প্রতি, অমিত শাহকে পাপ্পু বলে কটাক্ষ করেন তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন তার পাল্টা হিসেবেই আক্রমণ শানিয়ে বসলেন দিলীপবাবু।
অতীতেও একাধিকবার বেলাগাম আক্রমণের জন্য খবরের শিরোনামে উঠে আসেন দিলীপ ঘোষ। তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করা থেকে শুরু করে নিজের দলের বিরুদ্ধেও একাধিক সময় বেফাঁস মন্তব্য করতে দেখা যায় তাঁকে।
সেই ধারা বজায় রেখেই এদিন দিলীপবাবু বলেন, “তৃণমূল কংগ্রেসের কোন সংস্কৃতি নেই। পশ্চিমবঙ্গে যে সকল বলিষ্ঠ রাজনীতিবিদ রয়েছেন, তাদের মধ্যে অন্যতম একজন হলেন শিশির অধিকারী। তাঁর বিরুদ্ধে যে সকল বিতর্কিত মন্তব্য করেছে তার নিজের দলের নেতারাই, তা অত্যন্ত নিকৃষ্টতম কাজ। অতীতে নরেন্দ্র মোদী প্রসঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী যে সকল শব্দ প্রয়োগ করেছে, তা কি উচিত?”
এরপরই তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি প্রসঙ্গে বিজেপি নেতা বলেন, “বস্তির পার্টি, ওরা শুধুমাত্র বস্তির কালচার নিয়ে চলে। সর্বভারতীয় লিখলেই কেউ হয়ে যায় না। ওরা কুয়োর ব্যাঙ থাকবে।”
উল্লেখ্য, গত শুক্রবার দীর্ঘ জিজ্ঞাসাবাদ শেষে ইডি দফতর থেকে বেরিয়েই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ্য করে একের পর এক কটাক্ষ ছুড়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “দেশে সবচেয়ে বড় পাপ্পু হলো অমিত শাহ।” এমনকি কয়লা পাচার কাণ্ডে শুভেন্দু অধিকারীর যোগ রয়েছে বলেও অভিযোগ ছুড়ে দেন অভিষেক। এদিন তারই পাল্টা হিসেবে আক্রমণ শানান দিলীপ ঘোষ।
যদিও তাঁর মন্তব্যের পাল্টা দিয়েছে তৃণমূল শিবির। তৃণমূল কংগ্রেস নেতা সৌগত রায় বলেন, “দিলীপ ঘোষ মনুষ্যত্বহীন একটা প্রাণী। ওর মতো অশিক্ষিত এবং আরএসএস করা মানুষ কি মন্তব্য করলো, তার উত্তর আমরা দেব না।”