বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) দুর্নীতি এবং অপশাসনের বিরুদ্ধে আগামীকাল বিজেপির (Bharatiya Janata Party) ‘নবান্ন অভিযান’ ঘিরে ইতিমধ্যে একাধিক বিতর্কের সৃষ্টি হয়ে চলেছে। এই অভিযানকে কেন্দ্র করে ইতিমধ্যেই বাংলার বিভিন্ন প্রান্তে প্রস্তুতির সভার আয়োজন করেছে পদ্মফুল শিবির। এর মাঝেই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বিস্ফোরক মন্তব্য প্রকাশ করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর দাবি, “কাঁচা বাঁশ কেটে নিয়ে যাবো।”
গতকাল বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে দলীয় কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে উঠে তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে একের পর এক কটাক্ষ ছুড়ে দেন দিলীপ ঘোষ। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি নেতা বলেন, “পঞ্চায়েত নির্বাচনে আগের বার পুলিশ এবং গুন্ডাদের দিয়ে ভোট লুট করেছিল তৃণমূল। আমাদের মনোনয়ন জমা পর্যন্ত দিতে দেয়নি। এক সপ্তাহ ধরে এসপি এবং বিডিও অফিস ঘেরাও করে রাখে ওদের দুষ্কৃতীরা।”
এরপরেই দলীয় কর্মীদের উদ্দেশ্যে দিলীপবাবু বলেন, “এবারে কিন্তু খালি হাতে যাওয়া যাবে না। কাঁচা বাঁশ কেটে নিয়ে যাব। এখন থেকে তৈরি রাখুন।”
অতীতেও একাধিক সময় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের দ্বারা খবরের শিরোনামে উঠে আসেন দিলীপ ঘোষ। ১৩ ই সেপ্টেম্বর নবান্ন অভিযানের আগে গতকাল বিষ্ণুপুরের প্রস্তুতি সভায় উপস্থিত হয়ে শাসক দলের বিরুদ্ধে ফের একবার আক্রমণ শানালেন দিলীপবাবু।
উল্লেখ্য, সম্প্রতি বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ বিজেপি দল ত্যাগ করেন। সেই প্রসঙ্গে দিলীপবাবু বলেন, “এখন এমন অনেকে রয়েছেন, যারা ভয়ে দলে থাকতে পারছে না। মদের ব্যবসা হোক কিংবা বালি অথবা পেট্রোল, দুর্নীতি মামলা থেকে বাঁচার জন্য চোরেদের দলে যোগ দিচ্ছে। আমাদের লক্ষ্য হলো, মানুষের সেবা করা আর সেই লক্ষ্যেই লড়াই করে চলেছি। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে অভিযোগের আঙ্গুল তোলার ক্ষমতা কারোর নেই। আমাদের দল গণতন্ত্রের জন্য লড়াই করে যাবে।”