‘মেলা একবছর বন্ধ থাকলে ক্ষতি হত না’, গঙ্গাসাগর ইস্যু নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ

বাংলাহান্ট ডেস্কঃ রাজ্যে উত্তরোত্তর বাড়ছে করোনা সংক্রমণ। আর এরই মধ্যে শর্তসাপেক্ষে গঙ্গাসাগর (gangasagar) মেলায় ছাড় দিয়েছে হাইকোর্ট। এই বিষয় নিয়েই এবার মুখ খুললেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (dilip ghosh)। তাঁর মতে, গঙ্গাসাগর মেলা করার ক্ষেত্রে বিশেষজ্ঞদের মত নেওয়া উচিত ছিল একবার।

রাজ্যে ফের বাড়তে থাকা করোনা সংক্রমণের মধ্যে চলছে গঙ্গাসাগর মেলা। আর এই মেলার শুরু থেকেই করোনা বিধি নিয়ে তোলপাড় শুরু হয়ে যায় গোটা রাজ্যজুড়েই। তবে হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি কেসাং ডোমা ভুটিয়ার ডিভিশন বেঞ্চ শর্তসাপেক্ষে গঙ্গাসাগর মেলার অনুমতি দিয়েছে। নিয়ম মাফিক, কোন ধর্মীয় স্থানে ৫০ জনের বেশি লোক হওয়া যাবে না।

301615 untitled 1

এখানেই প্রশ্ন উঠছে, কপিল মুনির আশ্রমেই যেখানে ৫০ জনের বেশি সমাগম হবে, সেখানে গোটা গঙ্গাসাগরের তট জুড়ে এই নিয়ম কিভাবে কার্যকর করা সম্ভব? তবে বিচারকদের বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, যারা এখানে আসছেন, তাঁদের করোনা পরীক্ষা করা আছে কিনা, তা দেখতে হবে। কেউ পজিটিভ হলে, কড়া পদক্ষেও নিতে হবে। সেইসঙ্গে ৫০ জনের বেশি কিছুতেই প্রবেশ করতে দেওয়া যাবে না কপিল মুনির আশ্রমে।

শনিবার নিউটাউনে প্রাতঃভ্রমণের পর সাংবাদিকদের সম্মুখীন হয়ে এই বিষয়ে প্রশ্ন করতেই দিলীপ ঘোষ সোচ্চার হন। তিনি বলেন, ‘এবিষয়ে বিশেষজ্ঞের মতামত নেওয়া উচিত ছিল, বলেছিলামও নিতে। মেলা একবছর বন্ধ থাকলে, কোন কিছুই হত না। আর এখন সংক্রমণ বাড়লে, সেটা ভয়ঙ্কর হবে। তবে মেলায় ঢোকার ক্ষেত্রে কোভিড সার্টিফিকেট দেখাটা মাস্ট’।

Smita Hari

সম্পর্কিত খবর