আমরা যেমন ভোট চাইছি, তেমনই হচ্ছে! চাঞ্চল্যকর দাবি দিলীপ ঘোষের

বাংলাহান্ট ডেস্কঃ রাজ্যে মিটেছে পঞ্চম দফার ভোট পর্ব। বাকি রয়েছে আরও তিন দফা। তার আগেই বঙ্গে ভোট প্রচারে এসে বিজেপির ‘সেকেন্ড ইন কমান্ড’ (Amit Shah) দাবি করলেন প্রথম পাঁচ দফায় বিজেপির ঝুলিতে যাচ্ছে ১২২টি আসন। এবার সেই দাবিকে আরও উস্কে দিলেন রাজ্য বিজেপির প্রধান দিলীপ ঘোষ (Dilip Ghosh)। ভোট পঞ্চমীর পরের দিন সকালে ‘চায়ে পে চর্চায়’ যোগ দিয়ে গেরুয়া শিবিরের রাজ্য সভাপতি দাবি করলেন আমরা যেমন ভোট চাইছি তেমনই হচ্ছে।

এদিন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী দিলীপ দাবি করেন, ‘পাঁচ দফায় মোট ১৮০ টি আসনে ভোট হয়েছে, এর মধ্যে আমরা (BJP) এখনও পর্যন্ত পাব ১২৫টি আসন’। তিনি এও বলেন, ‘একেবারে হিসাব করে ২০০টি আসনে যেরকম চাইছি তেমনই ভোট হচ্ছে।’ তারপরই সংযোজন, ‘যাঁরা চাইছে আমাদের হারাবে, তাঁরা এখন ছেড়ে দিতে পারলে বাঁচে’। এমনকি তিনি এও বলেন, ‘ওরা বলছে একসঙ্গে করে দাও ভোট আমরা সভা করবো না।’ দিলীপ ঘোষের কথায়, ‘লোক না এলে সভা করবে কি করে, সভা করতে খরচ আছে, বক্তারা নেতারা কেউ বের হচ্ছেন না, তাই বলি গুটিয়ে দাও, রেজাল্ট হয়ে গেছে, এখন টাইমটা তো পুরো করতে হবে’।

west bengal election 2021: যে রকম চাইছি আমরা সেরকম ভোট হচ্ছে : দিলীপ

এদিন দিলীপ ঘোষ আরও বলেন, শান্তি-শৃঙ্খলা রক্ষা করা কেন্দ্রীয় বাহিনীর (Central Force) কাজ নয়, পুলিশের কাজ। তাঁরা শান্তিপূর্ন ভাবে ভোট করাতে এসেছে, তেমনটাই হচ্ছে। না হলে কি আর ৮০ শতাংশ ভোট পড়ত। এমনকি তিনি এও বলেন, শহরতলীর যে জায়গা গুলোতে গুন্ডা দিয়ে ভোটারদের ভয় দেখিয়ে ভোট করানো হত। আজ আর তারা ভয় পাচ্ছেন না, কেন্দীয় বাহিনী শান্তিপূর্ণ ভাবে ভোট করাচ্ছে।

তিনি এও বলেন, কোথাও বুথের মধ্যে গণ্ডগোল হয়নি, কেন্দ্রীয় বাহিনী ঠিকঠাক কাজ করছে, যেখানে পুলিশের এক্তিয়ারের ভোট হচ্ছে, সেখানেই গণ্ডগোল। কারণ পুলিশের সঙ্গে গুণ্ডাদের পুরনো সম্পর্ক।

সম্পর্কিত খবর