বাংলাহান্ট ডেস্ক : ফের রাজ্যের মুখ্যমন্ত্রীকে (Chief Minister) সোজাসুজি চ্যালেঞ্জ করলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এবার বেগমপুরের তাঁতশিল্পীদের বিশ্বকর্মা পুজোর উদ্বোধনে এসে সরাসরি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন তিনি বলেন, “রামের নাম শুনলে নাকি ভূত পালায়, এখন তো দেখছি টিএমসি পালাচ্ছে”। শুক্রবার বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) উদ্বোধনে মুখ্যমন্ত্রীর সামনেই জয় শ্রীরাম ধ্বনি দেওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়। এবার বিজেপির (Bharatiya Janata Party) সর্ব-ভারতীয় সহ- সভাপতি দিলীপ ঘোষের এই মন্তব্যের পর আরোও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে শাসক বিরোধী তরজা।
এই প্রসঙ্গে বলা ভালো যে, তিনি এর আগে বেগমপুরের তাঁত শিল্পীদের বিশ্বকর্মা পুজোর সমাবেশে তিনি এই একই বক্তব্য রাখেন। এই দিন এই বিজেপি নেতা আরও বলেন যে, রামের নাম ভারতের সব জায়গায় হয়। তাঁরা যখন বাইরে বেরোন অনেকে নাকি তাঁদের বলেন বাংলা ছাড়তে বা বাংলা থেকে চলে যেতে। রাজনীতির বিষয় এগুলো। আর আজ তাঁরা রাজীনীতি করছেন বলে, মানুষ তাঁদের চিনছে। তবে রামের নাম নাকি একজন সারাজীবন ধরে নিয়ে আসে।
প্রসঙ্গত, এই শনিবার তিনি বেগমপুর অঞ্চলের তাঁত কর্মীদের বিশ্বকর্মা পুজোর অনুষ্ঠান উদ্বোধন করতে যান। সেখানে গিয়ে তিনি আরও বলেন যে, তাঁর দল বিজেপি সরকার সবসময়েই মানুষের জন্য কাজ করে আসছে। প্রধানমন্ত্রী দেশবাসীকে কতগুলো নতুন জিনিস উপহার দিয়েছেন, এর মধ্যে যেমন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন আছে, তেমনি আছে গঙ্গা অ্যাকশন প্ল্যান বা শিলিগুড়ি স্টেশনকে ঢেলে সাজাবার জন্য দিয়েছেন প্রায় সাড়ে তিনশো কোটি টাকা। তিনি চান বাংলার মানুষ বিজেপির কথা ভাবুক। তিনি আরও বলেন যে, এই হিংস্র দুর্বত্ত পরায়ণ রাজ্য সরকার থেকে বাংলার মানুষকে তাঁদের রক্ষা করতেই হবে।
বেগমপুরের তাঁত শিল্পীরা পেট চালাতে এখন অন্যান্য পেশা খুঁজছেন। এই প্রসঙ্গে তিনি আরও বলেন যে, রাজ্য সরকারের হাতে এখন অনেক প্রজেক্ট আছে। সেখানে ঋণ, প্রশিক্ষণ প্রভৃতির ব্যবস্থা আছে। কেন্দ্র রাজ্য সরকারকে টাকা দেয়। আর রাজ্য সরকার সেই টাকা নিয়ে নিজেদের স্বার্থে শেষ করে দেয়। এইভাবেই তাঁরা নানারকম দুর্নীতি করে আসছে। তবে রাজ্য অসহযোগিতা করলেও কেন্দ্র আরও চেষ্টা করছেন মানুষের পাশে কীভাবে দাঁড়ানো যায়, মানুষকে আরও কী কীভাবে সাহায্য করা যায়।