ব্রেকিং খবর! করোনায় আক্রান্ত বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

Last Updated:

বাংলা হান্ট ডেস্কঃ এবার করোনায় আক্রান্ত হলেন মেদিনীপুরের বিজেপির সংসদ তথা পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। ওনাকে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জানা গিয়েছে যে, ওনার শরীরে ১০২ জ্বর। শরীরে অক্সিজেনের পরিমান স্বাভাবিকই রয়েছে বলে জানা যাচ্ছে।

এর আগে, সোমবার আচমকাই অসুস্থ হয়ে পড়েন দিলীপ ঘোষ। সোমবার সকালেই তাঁর অসুস্থ হওয়ার খবর প্রকাশ্যে এসেছে। এই অসুস্থতার কারণেই সমস্ত সভা বাতিল করে দিয়েছিলেন।

প্রসঙ্গত, ঠিক এক সপ্তাহ আগেই বৃহস্পতিবার বিজেপির নবান্ন অভিযানে বিশিষ্ট নেতৃত্বদের সঙ্গে তিনিও যোগ দিয়েছিলেন। সেখানে বিজেপি কর্মীদের উপর হওয়া অত্যাচারের প্রতিবাদে এরপরের দিন শুক্রবার মৌন মিছিলেন ডাকও দিয়েছিল বিজেপি। বিজেপির সদর অফিস থেকে গান্ধী মূর্তির পাদদেশ অবধি এই মিছিলে নেতৃত্বও দিয়েছিলেন দিলীপ ঘোষ।

X