কে কাকে ভালোবাসবে সেটা দেখার অধিকার RSS গুণ্ডাদের কে দিয়েছে? দিলীপ ঘোষকে আক্রমণ মহুয়া মৈত্রের

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ সাংবাদিকদের ‘দু পয়সার’ বলে অপমান করার বেশ কিছুদিন পর আবারও সংবাদ শিরোনামে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। লাভ জিহাদ নিয়ে অমর্ত্য সেনের করা মন্তব্যের পাল্টা দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এবার নোবেলজয়ী অমর্ত্য সেনের পক্ষ নিয়ে দিলীপ ঘোষকে আক্রমণ করলেন মহুয়া মৈত্র।

লাভ জিহাদ প্রসঙ্গে সম্প্রতি পাশ করা আইন নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অভিমত ব্যক্ত করেছিলেন অমর্ত্য সেন। তিনি বলেছিলেন, ‘লাভ জিহাদ আইন মানবাধিকার লঙ্ঘন করছে। মানুষের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে এই আইন। আমাদের এই দেশের মানুষ চাইলে নিজের ধর্ম বদল করে যে কোন সময়ে অন্য ধর্মকে আপন করে নিতে পারে। এবং এই বিষয়টা সংবিধান স্বীকৃত। মানুষের মৌলিক অধিকারের মধ্যেই পড়ছে মানুষের জীবন যাপনের ধরণ। তাই আমি বলব এই আইন সম্পূর্ণ অসাংবিধানিক’।

অমর্ত্য সেনের এই মন্তব্যরের তীব্র সমালোচনা করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেছিলেন, ‘উনি নিজেই ৩ বা ৩ ধর্মে বিয়ে করেছেন। যে নিজেই দেশে থাকছে না, দেশ ছেড়ে পালিয়ে গেছে, দেশবাসীর কোন দুঃখ কষ্ট দেখেন না, তাঁর থেকে কোন নীতি কথা আমরা শুনব না। এক্ষেত্রে ওনার কিছু বলার কোন নৈতিক অধিকার নেই’।

দিলীপ ঘোষের করা মন্তব্যের পাল্টা জবাব দিয়ে নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে তাঁকে কটাক্ষ করে মহুয়া মৈত্র লেখেন, ‘কে কাকে ভালোবাসবে, কাকে বিয়ে করবে, এসব আলোচনার মাধ্যমে বিজেপি কি বাংলায় ভোটে জেতার স্বপ্ন দেখছে? আর এসব বিষয় নিয়ে কথা বলার অধিকার এইসকল অসুস্থ, বিকৃতমনস্ক আরএসএস গুণ্ডাদের কেই বা দিয়েছে? হাফ প্যান্ট পরা, হাফ বুদ্ধিহীন ধর্মান্ধরা- পারলে এসব ছেড়ে উন্নয়নের কথা বলুন’।

X