টলি নায়কের বাড়ির পুজোয় ভিন্ন মেজাজে দিলীপ ঘোষ, রাজনীতি ভুলে ছিপ ফেললেন পুকুরে!

Published On:

বাংলাহান্ট ডেস্ক : রাজ্য রাজনীতিতে তাঁর উপরে লাইমলাইটটা সবসময়ই থাকে। বিষ্ফোরক মন্তব্য থেকে আচমকা বিয়ে করে তাক লাগিয়ে দেওয়া, ঘোরতর বিরোধী দলে থেকে হঠাৎ করেই মুখ্যমন্ত্রীর পাশে বসে আলোচনা, বারেবারে চমক দিয়ে থাকেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। মঙ্গলবার ফের ভিন্ন মেজাজে ধরা দিলেন তিনি। পূর্ব বর্ধমানের রায়নায় এক টলিউড অভিনেতার বাড়িতে গিয়ে রীতিমতো পুকুরে ছিপ ফেলে মাছ ধরতে দেখা গেল বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে।

অভিনেতার বাড়ির পুজোয় গিয়েছিলেন দিলীপ (Dilip Ghosh)

ফকিরপুরে তন্ময় দে নামে এক টলি অভিনেতার বাড়ির কালীপুজোয় যোগ দিতে গিয়েছিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর সঙ্গে ছিলেন অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ, বিজেপি পূর্ব বর্ধমানের জেলা সভাপতি সহ রায়না এবং খণ্ডঘোষের বেশ কয়েকজন দলীয় নেতা নেত্রীরা। জানা যাচ্ছে, অভিনেতা তন্ময় দে মিশন নারায়নপুর, অন্য রূপকথায় অভিনয় করেছেন শ্রীময়ী, পূজারানি ঘোষের মতো অভিনেত্রীদের সঙ্গে।

Dilip ghosh went fishing in tollywood actor house

পুকুরে মাছ ধরেন বিজেপি নেতা: এদিন পুজোয় যোগদান করতে গিয়ে ছিপ নিয়ে দিব্যি পুকুরে মাছ ধরতে দেখা যায় দিলীপ ঘোষকে (Dilip Ghosh)। মাছ ধরতে যে তিনি বেশ ভালোবাসেন তা আগেই বোঝা গিয়েছে। কিছুদিন আগেই পান্ডুয়ায় হুগলি জেলা সভাপতি তুষার মজুমদারের বাড়িতে গিয়েছিলেন প্রাক্তন সাংসদ। সেখানেও মাছ ধরতে দেখা গিয়েছিল তাঁকে।

আরো পড়ুন : মাঝরাতে আধঘন্টার ব্যবধানে জোড়া ভূমিকম্প মণিপুরে! কেঁপে উঠল বাংলাদেশের মাটিও

আগেও দেখা গিয়েছে মাছ ধরতে: পান্ডুয়ায় দলীয় সদস্যের বাড়িতে গিয়ে ছিপ, টোপ নিয়ে মাছ ধরতে সোজা বালিখালে চলে যান দিলীপ ঘোষ (Dilip Ghosh)। খুব বড় মাছ হাতে না পেলেও তেমন মুখভার করেননি তিনি। ইঙ্গিতপূর্ণ ভাবে বলেছিলেন, ‘পুঁটি থেকে রূপচাঁদা দিয়ে শুরু করলাম আমরা। ছাব্বিশের আগে বড় মাছ ধরব’।

আরো পড়ুন : বায়ুসেনার তাণ্ডবে ধরাশায়ী পাকিস্তান, ভূগর্ভস্থ অস্ত্রভাণ্ডারও ধ্বংস করে দিয়েছে ভারত? ফাঁস উপগ্রহচিত্র

যদিও মঙ্গলবার বিশেষ মুখ খুলতে দেখা যায়নি তাঁকে। ‘সবসময় রাজনীতি নয়’, এমনটাই মন্তব্য করেন দিলীপ। তবে রায়নার বিজেপি কর্মীরা বলেন, দিলীপ ঘোষ ওখানে গিয়ে পুজো দিয়েছেন, মাছও ধরেছেন। এটাই বড় প্রাপ্তি।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X