আত্মহত্যা? কদিন আগেই বিয়ে করেছেন মা! দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কুর একমাত্র ছেলের রহস্যমৃত্যু

Last Updated:

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি বিয়ে সেরেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) এবং রিঙ্কু মজুমদার (Rinku Majumdar)। এরই মধ্যে শোকের ছায়া ঘোষ পরিবারে। রিঙ্কু মজুমদারের একমাত্র ছেলে সৃঞ্জয় মজুমদারেকে রহস্যমৃত্যু! Rinku Majumdar son died

রিঙ্কুর একমাত্র ছেলের রহস্যমৃত্যু (Rinku Majumdar son died)

সূত্রের খবর, এদিন এদিন নিউটাউনে শাপুরজি আবাসন থেকে উদ্ধার হয় দেহ। বিধাননগর সেবা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সৃঞ্জয় মজুমদারেকে। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান আত্মহত্যা করেছেন রিঙ্কুপুত্র।

সূত্র মারফত খবর, মঙ্গলবার প্রথমে সকাল সাড়ে এগারটা নাগাদ বিধাননগর সেবা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মৃত বলে জানা গেলে পরে দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে আর জি কর মেডিকেল কলেজে।

পুলিশ সূত্রের খবর, যে ঘরে তিনি থাকতেন সেই ঘরে খাটের উপর থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়েছে। আত্মহত্যা নাকি মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ সেই নিয়ে ধোঁয়াশা। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট সামনে আসলে সেই ধোঁয়াশা অনেকটাই কাটবে বলে মনে করা হচ্ছে। এদিকে ছেলেকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছে রিঙ্কু।

জানা গিয়েছে, সল্টলেকের একটি তথ্য প্রযুক্তি সংস্থার কর্মী ছিলেন সৃঞ্জয়। বয়স ছাব্বিশের মতো। প্রীতম নামেই তাঁকে চিনত পরিচিতরা। কিছুদিন আগে বিয়েতে দুই পরিবারের কাছের লোকেরা থাকলেও ছিলেন না রিঙ্কুর পুত্র প্রীতম। কিন্তু নিজে না থাকলেও দিলীপ ঘোষের মতন ভাল মানুষকে তাঁর মা জীবনসঙ্গী হিসাবে পাচ্ছেন এতেই অত্যন্ত খুশি বলে জানিয়েছিলেন তিনি।

বিয়ের দিন ছেলের প্রসঙ্গ উঠলে রিঙ্কু জানান, তাঁর ছেলে বিয়েতে থাকবে না। ঘুরতে গিয়েছে সে। প্রীতমও সেই সময় জানিয়েছিলেন, যেহেতু মায়ের বিয়েতে ছেলেকে থাকতে নেই, তাই তিনি বিয়েতে থাকছেন না। দিঘায় ঘুরতে গিয়েছিলেন বলে জানিয়েছিলেন তিনি।

 

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X