বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে রাজ্য-রাজনীতিতে রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। যিনি সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সাক্ষাতের মাধ্যমে নিজের দলের নেতৃত্বদের কাছ থেকেই আস্থা হারিয়েছেন। শুধু তাই নয়, এই আবহেই তিনি দলের প্রসঙ্গে এবং দলের নেতৃত্বদের উদ্দেশ্যেও একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন।
বিজেপির সাথে দূরত্ব বাড়ছে দিলীপের (Dilip Ghosh)?
এমতাবস্থায়, নিজের দলেই রীতিমতো বিক্ষোভের সম্মুখীন হতে হয়েছে দিলীপকে (Dilip Ghosh)। তাঁকে ঘিরে অনেকেই কটাক্ষও করছেন। সম্প্রতি, বিজেপি বিধায়ক অশোক দিন্দা দাবি করেছিলেন দিলীপ ঘোষ হয়তো তৃণমূলের হয়ে কাজ করছেন। যার উত্তর দিতে গিয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে দিলীপ জানান, “পার্টি আমি দাঁড় করিয়েছি। এখন বাইরে থেকে এসে বড় বড় কথা বলছেন।” এদিকে, তাঁর এহেন প্রতিক্রিয়াও এখন আলোড়ন তুলেছে।
তবে, এবার একটি বড় আপডেট সামনে এসেছে। ইতিমধ্যেই সূত্র অনুযায়ী জানা গিয়েছে যে, আগামী ৬ মে কলকাতায় সম্পন্ন হবে বিজেপির সাংগঠনিক বৈঠক। যেখানে দিল্লি থেকে আসা নেতৃত্বদের পাশাপাশি রাজ্য বিজেপির নেতৃত্বরাও উপস্থিত থাকবেন। মূলত, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদার, সৌমিত্র খাঁ, লকেট চ্যাটার্জির মতো বিজেপির প্রথম সারির নেতৃত্বরা সকলেই ওই বৈঠকে যোগদান করবেন। কিন্তু, ওই বৈঠকে দিলীপ ঘোষ (Dilip Ghosh) আমন্ত্রণ পাবেন না বলেই জানা গিয়েছে। অর্থাৎ, দিলীপকে বাদ দিয়েই কার্যত এই বৈঠক সম্পন্ন হবে।
আরও পড়ুন: এবার আরও শোচনীয় হবে “কাঙাল” পাকিস্তানের অবস্থা! বিরাট অ্যাকশন ভারতের
সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, দিলীপ ঘোষের (Dilip Ghosh) নিউটাউনের বাসভবন থেকে মাত্র ঢিলছোঁড়া দূরত্বে একটি পাঁচতারা হোটেলে (The Westin) ওই বৈঠক সম্পন্ন হবে বলে সূত্র মারফত জানা গিয়েছে। যদিও, ওই গুরুত্বপূর্ণ বৈঠকেই দিলীপ ঘোষ ডাক নাও পেতে পারেন। আর এমনটা হলে বিজেপির সাথে তাঁর দূরত্ব যে আরও স্পষ্ট হবে তা আর বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুন: ৪৫ বছর ধরে ছিলেন বাংলায়! চন্দননগরে গ্রেফতার পাকিস্তানি নাগরিক, অবাক প্রতিবেশীরাও
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, গত ৩০ এপ্রিল দিঘাতে জগন্নাথ মন্দিরের দ্বারোদঘাটন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওইদিন বিকেলে সস্ত্রীক দিলীপ ঘোষ (Dilip Ghosh) উপস্থিত হন মন্দিরে। সেখানে তিনি মুখ্যমন্ত্রীর সাথে বেশ কিছুক্ষণ কথাও বলেন। আর তারপরেই রীতিমতো তোলপাড় হয়ে ওঠে রাজ্য-রাজনীতি। মুখ্যমন্ত্রীর সাথে দিলীপের এহেন বৈঠকের কড়া নিন্দা করেন বিজেপিরই নেতৃত্বরা। যদিও, কড়া ভাষায় উত্তরও দেন দিলীপ। ঠিক এই আবহেই এবার বিজেপির সাংগঠনিক বৈঠকে দিলীপ ঘোষ আদৌ ডাক পান কিনা সেটাই এখন দেখার বিষয়।
দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও: