সংসদ হয়েই হাতে সোনার কাঠি, রাষ্ট্রপতির সঙ্গে বিলেত যাত্রা করবেন দিলীপ ঘোষ

বাংলা হান্ট ডেস্ক: শেষমেষ সুবার্তা পেলেন দিলীপ ঘোষ৷ রাষ্ট্রপতির সঙ্গী হিসেবে এবার বিদেশ সফরে যাবেন তিনি৷ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সাংসদ হয়েই পাড়ি দেবেন বিলেতে৷ কিন্তু একেবারে রাষ্ট্রপতির সঙ্গে যাওয়ার সুযোগ হবে তা যেন অভাবনীয়৷ জানা গেছে, মেদিনীপুরের এই সাংসদ, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গী হয়ে আফ্রিকা পাড়ি দিচ্ছেন আগামী ২৮ জুলাই৷

স্বয়ং প্রধানমন্ত্রীই দিলীপ ঘোষকে রাষ্ট্রপতির সফরসঙ্গী হিসেবে পছন্দ করে দিয়েছেন বলে রাজনৈতিক মহলে খবর৷ দিলীপ ঘোষের জীবন বরাবরই এক ট্রাজেডির উদাহরণ স্বরূপ দেখলে ভুল হবে না, সংঘের জীবন থেকে রাজ্যে দলের সভাপতি৷ সেখান থেকে এবারের লোকসভা নির্বাচনে লড়াই করে মেদিনীপুরের সাংসদ হওয়া৷ এবার তার রাজনৈতিক মুকুটে আরো একটি পালক যুক্ত হলো৷ সাংসদ হয়েই একেবারে রাষ্ট্রপতির সফরসঙ্গী হয়ে যাচ্ছেন বিদেশ সফরে৷

২৬ জুলাই সংসদের অধিবেশন শেষ করে আগামী ২৮ জুলাই আফ্রিকা সফরে যাবেন দিলীপ ঘোষ৷ ৪ আগস্ট পর দেশে ফিরবেন তিনি৷ ভারত-আফ্রিকা সম্পর্ক দৃঢ় করতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ গাম্বিয়া বেনিন-সহ তিনটি দেশে যাবেন, এবং তার সব সময় সফরসঙ্গী হিসেবে থাকবেন দিলীপ ঘোষ৷

Avatar
Admin

Krishna Chandra Garain, BIET alum, blends mechanical ingenuity with literary finesse. An adept in technical and business content, his words breathe life into concepts. With a background in mechanical engineering, he navigates complexities effortlessly, crafting narratives that enlighten and inspire. A virtuoso of words, Krishna transforms ideas into captivating realities.

সম্পর্কিত খবর