বুদ্ধবাবুর সঙ্গে কারোর তুলনা হয় না, ওনার সাদা কাপড়ে এতটুকু কালি ছেটাতে পারবেন না: মিঠুন

বাংলা হান্ট ডেস্কঃ একদা বামপন্থায় বিশ্বাসী ছিলেন তিনি। এরপর তৃণমূল কংগ্রেসের সঙ্গে দেখা যায় তাঁকে। জোড়াফুল শিবিরের মনোনয়নে রাজ্যসভার সাংসদও হয়েছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। তবে এখন দুই দলই অতীত। বর্তমানে বিজেপির (BJP) অংশ ‘মহাগুরু’। চব্বিশের লোকসভা নির্বাচনের আগে বাংলার জেলায় জেলায় ঘুরে পদ্ম ফোটানোর ডাক দিচ্ছেন তিনি।

প্রখর রোদ মাথায় নিয়েই বিজেপির হয়ে ভোট চাইতে দেখা যাচ্ছে মিঠুনকে। সম্প্রতি গেরুয়া শিবিরের এই একনিষ্ঠ সৈনিকের মুখেই পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ বাম নেতা বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharjee) ভূয়সী প্রশংসা শোনা গেল। বুদ্ধবাবুর সঙ্গে কারোর তুলনা করবেন না, বলেন ‘ডিস্কো ডান্সার’।

বঙ্গ রাজনীতির এক প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব হলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর নামে আজও মিলেমিশে এক হয়ে হয় বাংলার রাজনীতির রঙ। সেই কারণেই তো রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী যখন হাসপাতালে ভর্তি ছিলেন, তখন চিন্তায় পড়েছিলেন সব দলের নেতারা। এবার তাঁকেই প্রশংসায় ভরিয়ে দিলেন মিঠুন।

আরও পড়ুনঃ জঙ্গি টার্গেটে কলকাতা? উড়িয়ে দেওয়া হবে রাজভবন-জাদুঘর! হুমকি ইমেল আসতেই শুরু তদন্ত

সম্প্রতি এক জনপ্রিয় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি নেতা বলেন, ‘উনি যে সাদা কাপড়টা পরেন না! সেখানে কেউ এতটুকু কালিও ছেটাতে পারবে না। উনি এমন ধরণের মানুষ। বুদ্ধদেব ভট্টাচার্য, ওনার সঙ্গে কারোর তুলনা করবেন না’।

একদা বামপন্থায় বিশ্বাসী এই অভিনেতা দীর্ঘদিন তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন। একসময় জোড়াফুল শিবিরের হয়ে নির্বাচনী প্রচারেও দেখা যেত তাঁকে। তবে একুশের বিধানসভা নির্বাচনের আগেই বদলে যায় সম্পূর্ণ সমীকরণ।

1600x960 1409508 mithun chakraborty

মিঠুনের সঙ্গে দেখা করেন আরএসএস প্রধান মোহন ভাগবত। এরপর থেকেই মাথাচাড়া দেয় ‘মহাগুরু’র বিজেপিতে যোগদানের জল্পনা। অল্প সময়ের মধ্যেই সত্যি হয় সেই জল্পনা। সকল গুঞ্জনে শিলমোহর দিয়ে গেরুয়া পতাকা হাতে তুলে নেন এই প্রবীণ অভিনেতা। চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপির তারকা প্রচারকের তালিকায় নাম রয়েছে মিঠুনের। বর্তমানে বাংলার নানান প্রান্তে ঘুরে ঘুরে বিজেপির হয়ে ভোট চাইছেন তিনি।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর