বাংলায় রাজ্যপাল হিসেবে ধনকড়ের জায়গায় এলেন গণেশন, সাময়িক দায়িত্ব পালন করবেন তিনি

বাংলাহান্ট ডেস্ক : শুভেচ্ছা জানালেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। পশ্চিমবঙ্গের নবনিযুক্ত রাজ্যপালকে (Newly Appointed Governor of Bengal) নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে গতকাল রাত ১১ নাগাদ অভিনন্দন জানাত বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি (National Vice President of BJP)। তিনি ফেসবুকে লেখেন, ‘পশ্চিমবঙ্গের নবনিযুক্ত রাজ্যপাল শ্রী লা গণেশনকে (La. Ganesan) অভিনন্দন জানাই। রাজ্যে আইনশৃঙ্খলা (Law and Order) রক্ষায় রাজ্যপালকে সবরকম সহযোগিতা করবো আমরা।’

শনিবার উপরাষ্ট্রপতি পদে এনডিএ-র প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয় পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়ের। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে রবিবারই নিজের ইস্তফাপত্র রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে পাঠিয়ে দেন ধনকড়। সেই ইস্তফাপত্র গ্রহণের পরই বাংলায় রাজ্যপাল (Governor of Bengal) হিসেবে দায়িত্ব দেওয়া হয় মণিপুরে রাজ্যপাল লা গণেশনকে (La Ganeshan)।

জানা গেছে, যতদিন না বাংলায় পরবর্তী রাজ্যপাল মনোনীত হচ্ছেন ততদিন পর্যন্ত লা গণেশনই মণিপুরের পাশাপাশি বাংলার রাজ্যপালের দায়িত্ব সামলাবেন।

বিশেষ সূত্রে খবর, আজ সোমবারই উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেবেন জগদীপ ধনকড়। তাই তাঁর জায়গায় বাংলায় রাজ্যপাল হিসেবে লা গণেশনকেই অতিরিক্ত দায়িত্ব দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। মনোনয়ন জমা দেওয়ার আগে নিয়ম মতোই এদিন নিজের ইস্তফাপত্র রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেন ধনকড়। সেই ইস্তফাপত্র গ্রহণও করে নেন রাষ্ট্রপতি।

প্রসঙ্গত, ২০১৯ সালে বাংলার রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেন জগদীপ ধনকড়। রাজ্য ও রাজ্যপাল সংঘাত যেন তখন থেকেই শুরু হয়। রাজ্যপাল গত তিন বছরে বারবার রাজ্যের বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ধে প্রকাশ্যেই সমালোচনা করেছেন। এদিকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বারংবার অভিযোগ করেন যে, রাজ্যপাল নিজের ক্ষমতার বাইরে এসে কাজ করছেন। তৃণমূলের সঙ্গে জয়দীপ ধনকড়ের এই সংঘাত এতদিনে শেষ হলো।

অপরদিকে আজই দেশের বিরোধী শিবির নিজেদের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী ঘোষণা করেছে। আগামী ৬ অগস্ট জগদীপের বিপক্ষে লড়াই করবেন প্রবীণ কংগ্রেস নেত্রী মার্গারেট আলভা।


Sudipto

সম্পর্কিত খবর