বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বরাবর তিনি নানা বিতর্কের শিকার হন। নানা বিষয় নিয়ে তাকে একাধিক বার বিতর্কের কেন্দ্রবিন্দুতে পাওয়া যায়। তবে গতকাল তার প্রকাশ করা একটা ভিডিও নিয়ে শুরু হয়েছে সমালোচনা।
See the dreadful state of West Bengal's institutional quarantine centre. Dantan, Paschim Medinipur zela.#CoronaPandemic pic.twitter.com/XKVZrrDWna
— Dilip Ghosh (@DilipGhoshBJP) April 28, 2020
আর এবারের বিষয় দাঁতনের প্রাতিষ্ঠানিক কোয়রান্টিন কেন্দ্রের অব্যবস্থা। ভিডিয়োয় কয়েকজনকে বলতে শোনা গেছে এই কোয়ারেন্টাইন কেন্দ্র খুবই আলাদা কারণ এখানকার অবস্থা খুব খারাপ। তার পাশাপাশি এখানে একসাথে অনেক লোক গাদা গদি করে থাকছে। দাঁতনের বিজেপি নেতা মোশাফ মল্লিক জানান,
“বর্তমানে ওখানে তেমন লোক নেই। রাস্তার ধারে রোগীরা ছিলেন। তাদের হোটেলে রাখার ব্যবস্থা করেছিল পুলিশ প্রশাসন।গাদাগাদি করে অব্যবস্থার মধ্যে রাখা হয়েছিল। সংক্রমণের ভয় তো থেকে যাচ্ছেই।’’ তবে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ তা মেনে নিলেও অন্যরা তা মানতে নারাজ।
ভিন রাজ্য থেকে আসা রোগী ও তাঁদের আটকে রাখা হয় ওখানে তাদের রাজ্যে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়নি। তাছাড়া অনেককেই হোটেলে রাখা হয়, তাদের অনেক কষ্ট করে হোটেলে তাবু খাটিয়ে রাখা হয়। এর মধ্যে করোনা আতঙ্কে মানুষ ঘরে বন্দী এক মাসের বেশি। আর সামনের মাসেও হয়তো চলবে লক ডাউন।