বাংলা হান্ট ডেস্ক: বিধাননগরে সাই এর ক্যাম্পাস পরিদর্শনে জান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেখানে গিয়ে একজন তীরন্দাজের ভূমিকায় মেদিনীপুরের সাংসদ কে। এদিন রীতিমতন একজন তীরন্দাজের বেশভূষায় আসেন দিলীপ, টি শার্ট আর শর্টস পরে বিধাননগরে সাই এর ক্যাম্পাসে পৌঁছন তিনি। এদিন এখানকার কর্তৃপক্ষদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন দিলীপ।
বিধাননগরের সাই পূর্ব ভারতে ক্রীড়া প্রশিক্ষণের একটি নামজাদা এবং সব থেকে বড় কেন্দ্র হিসেবেই পরিচিত। সোমবার সকালে সেখানে উপস্থিত হন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেখানে গিয়ে তিনি কথাবার্তা বলেন সাইয়ের কলকাতা কেন্দ্রের কর্তাদের সঙ্গে। এমনকি সাই এর পরিকাঠামো উন্নয়ন সম্পর্কেও খোঁজখবর নেন তিনি। তাদের বিভিন্ন অভাব-অভিযোগের কথা জানেন। সম্প্রতি সাইয়ের বেশ কয়েকজন নিরাপত্তাকর্মীকে ছাঁটাই করা হয়েছে। এব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রী কিরেন রিজিজুর সঙ্গে কথা বলবেন বলে আস্বস্ত করেছেন তিনি।
উল্লেখ্য, সম্প্রতি কেন্দ্রীয় সুরক্ষা দেওয়া হয়েছে রাজ্যপাল রাজ্যপাল কে, সে নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ বিজেপির গান্ধী সংকল্প যাত্রায় বেরিয়ে বেলদা থানার খাকুড়দায় পথসভা করেন তিনি৷ সেখানে বলেন, “রাজ্যপালকে সুরক্ষা দিচ্ছে কেন্দ্রীয় সরকার৷ এটা লজ্জার বিষয়৷ মুখ্যমন্ত্রীরই পুলিশের উপর বিশ্বাস ছিল না৷ আমাদের কী করে থাকবে৷” শুধু তাই নয় এ দিন পুলিশকেও আক্রমণাত্মক সুরে কটাক্ষ করেন দিলীপ, তিনি বলেন, “পুলিশ তৃণমূল নেতাদের বাড়িতে গিয়ে বাসন মেজে দিচ্ছে৷ কাপড় কাচছে৷ পাড়ার ছিঁচকে চোর পুলিশের গাড়িতে ঢিল মারে৷ থানায় গিয়ে পেটায়৷ আর পুলিশ লুঙ্গি পরে দৌড় দেয়৷”